Breaking News

অতিমারী ও করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এবছরও কৌশিকী অমাবস্যায় বন্ধ রাখা হচ্ছে তারাপীঠ মন্দির!সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সুবীর কর, বীরভূম:- এবছরও কৌশিকী অমাবস্যায় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির | ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় মা তারার আবির্ভাব তিথি উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ পূর্ণ্যার্থীদের সমাগম ঘটে | করোনা অতিমারী ও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বীরভূম জেলা প্রশাসন আগামী ৩রা সেপ্টেম্বর থেকে ৮ই সেপ্টেম্বর এই ৬দিন তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন | আজ রামপুরহাটে মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জী, জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, মহকুমা শাসক সাদ্দাম নাভাস এছাড়াও রামপুরহাট-তারাপীঠ উন্নয়ন পর্ষদ, তারাপীঠ মন্দির কমিটি, শশ্মান রক্ষা কমিটি, হোটেলিয়ার্স এসোসিয়েশন এবং গণ পরিবহণের বিভিন্ন সংগঠনের সদস্যরা|রামপুরহাট মহকুমা শাসকের সভাকক্ষে তারাপীঠে এ বছরের কৌশিকী অমাবস্যা নিয়ে প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় | মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় ও মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ থাকলেও কৌশিকী অমাবস্যার দিন মন্দিরে নিত্য পুজোর সঙ্গে অমাবস্যার পুজো উপাচার হবে | বৈঠকে উপস্থিত সকলের সহমতের ভিত্তিতেই ওই কদিন তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | যেহেতু আগামী ৬ই সেপ্টেম্বর সকাল ৭টা বেজে ৬মিনিট ৭সেকেন্ডে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা | আর পরদিন অর্থাৎ ৭ই সেপ্টেম্বর বাংলা ২১শে ভাদ্র সকাল ৬ টা ৩৪ মিনিট ৩৩ সেকেন্ডে অমাবস্যা শেষ হচ্ছে| অতিমারী ও তৃতীয় ঢেউ আসার সম্ভাবনার সতর্কতায় এই বাড়তি ভিড় আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে মন্দিরে নিত্যসেবা নিয়মিতভাবেই চলবে বলে জানা গেছে| গত বছরেও করোনার অতিমারীর কারণে মন্দির বন্ধ রাখা হয়েছিল | কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রতিবছর লক্ষাধিক লোকের ভিড় হয় | সংক্রমণ ঠেকাতে সেই ভিড় এড়াতেই কৌশিকী অমাবস্যার আগেই দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হল প্রশাসনের তরফ থেকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *