Breaking News

কালিয়াচক গণহত্যাকাণ্ডে ৭০ দিনের মাথায় আসিফের বিরুদ্ধে চার্জশিট জমা দিল পুলিশ!

নিজস্ব সংবাদদাতা, মালদহ :- নিজের পরিবারের ৪ সদস্যকেই নিশৃংসভাবে হত্যা করেছিল কালিয়াচকের যুবক মহম্মদ আসিফ | সূত্রের খবর, এ বার সেই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ | বাবা, মা, ঠাকুমা এবং বোন এই চারজনকে খুন করে গুদামে পুঁতে রাখার অভিযোগ উঠেছিল আসিফের বিরুদ্ধে | সেই ঘটনার ৭০ দিন পরে এবার মালদহ জেলা আদালতে ঘটনার চার্জশিট পেশ করলো পুলিশ। ওই চার্জশিটে আসিফের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট, খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসিফের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩০৭ ধারায় মামলা ঠুকেছে | ২৭৩ পাতার সেই চার্জশিটে ৪৪জনের সাক্ষী রয়েছে | এই চার্জশিট পেশ করার পাশাপাশি পুলিশের তরফে স্পেশ্যাল পি পি বা পাবলিক প্রসেকিউটার নিয়োগ করার আবেদন করা হয়েছিল যা আদালত মঞ্জুরও করেছে। চলতি বছরের ১৯জুন এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে এলেও মূল ঘটনাটি মার্চ মাসে হয়েছিল বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে | তবে আসিফের দাদার ভূমিকা নিয়ে এখনও পুলিশের বেশ কিছু বিষয়ে খটকা রয়ে গিয়েছে | সেই সঙ্গে আসিফের কার্যকলাপ নিয়েও উচ্চস্তরের তদন্ত হওয়া উচিত বলেও অনেকে মনে করছেন | যদিও ঘটনার সিআইডি তদন্ত চলছে | রাজ্যের এই গোয়েন্দা বাহিনীও আলাদা করে চার্জশিট জমা দেবে আদালতে | সেই চার্জশিট জমা পড়লে তারপরেই মামলার মূল শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে | আপাতত আসিফ রয়েছে জেল হেফাজতে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *