Breaking News

ফের মালদহে তৃণমূলের গোষ্ঠীকোন্দল,চাঁচলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে,এলাকায় ব্যাপক উত্তেজনা!

দেবাশীষ পাল, মালদহ :- তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে |মালদহের চাঁচলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে | ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচল চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর এলাকায় | ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল মহকুমা জুড়ে|পুলিশ সূত্রে জানা গেছে মৃত তৃণমূল নেতার নাম সেতাবুর রহমান(৪১) | সে ছিল চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল‌ কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি |
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে ছিলেন সেতাবুর | বাড়ির লোকেদের দাবি অনুযায়ী, রাতে কয়েক জন এসে তাঁকে ডাকাডাকি করেন | বাইরে একটা জরুরি কাজ রয়েছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁকে | দীর্ঘক্ষণ পরও বাড়ি ফেরেন না তিনি | পরে পরিবারের সদস্যরা তাঁকে খুজতে বের হন | মোবাইলেও যোগাযোগ করার চেষ্টা করা হয় | কিন্তু তাঁকে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হয় না | পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয় | বিভিন্ন আত্মীয়দের বাড়িতেও খোঁজ করা হয়| পরে থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা | শুক্রবার সকালে বাড়ির অদূরেই একটি এলাকায় সেতাবুরের রক্তাক্ত দেহ উদ্ধার হয় | তাঁর সারা শরীরে গভীর ক্ষত| বাঁ হাতে খুবলে তুলে নেওয়া হয়েছে মাংস বলে অভিযোগ | ধারালো কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান|

তারপর দেহ সেখানেই ফেলে রাখা হয় | এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে | সেতাবুর এলাকার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ প্রেসিডেন্ট ছিলেন | পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে | অভিযোগের তির তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যার স্বামী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে| অভিযোগের তির জামালউদ্দিনের পরিবারের দিকে | জামালউদ্দিনের স্ত্রী মণ্ডলপাড়ার পঞ্চায়েত সদস্য | তাঁদের সঙ্গেই সমস্যা ছিল সেতাবুরের | পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের অভিযোগ দায়ের হয়েছে | অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ | অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *