নিজস্ব সংবাদদাতা :- রবিবার লাভপুরের চৌহাট্টা এবং কীর্ণাহার এলাকায় বিজেপি নেত্রী ভারতী ঘোষ রোড শো এবং জনসভা করেন| আর এই রোড শো এবং জনসভা থেকে তৃণমূল সরকার এবং তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে করা আক্রমণ করেন তিনি |
কালীঘাটে টাকা উদ্ধারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বিজেপি নেত্রী বলেন, বিদেশে নারদা,সারদা সহ বহু চিটফান্ড-এর যে কয়েক হাজার কোটি টাকা বাইরে চলে গেছিল সেই টাকাটা এরা চেষ্টা করছে একুশের বিধানসভা নির্বাচনের আগে আনতে সেটা এরা পারবে না | তিনি আরও অভিযোগ করে বলেন, হাওয়ালার মারফত যে টাকা বাইরে পাঠানো হয়েছিল তা ইডি, সিবিআই খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে | প্রাক্তন আইপিএস-এর আরও অভিযোগ,কয়লা পাচারের টাকা,বালি পাচারের টাকা,এমনকি বীরভূমে কালো পাথর পাচারের টাকার একাউন্টগুলোও ইডি, সিবিআই খোঁজ চালাচ্ছে | বিজেপি নেত্রী এদিন আরও অভিযোগ করে বলেন, কালীঘাটে যে টাকা উদ্ধার হয়েছে সেটা তারই ১ নং নমুনা | খোদ অনুব্রত মণ্ডল এর গড় বীরভূমে পাড়ুই এর মতো রবিবার লাভপুরেও ভারতী ঘোষের সভায় জনসমাগম ছিল লক্ষ্য করার মত |