Breaking News

আইবি অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ! ঝাড়গ্রামে গ্রেফতার যুবক,১০দিনের পুলিশি হেফাজতে অভিযুক্ত

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- এবার ঝাড়গ্রামে ধরা পড়লো ভুয়ো আইবি অফিসার | পুলিশ সূত্রে জানা গেছে যুবকের নাম অমিয় কুন্ডু (৩০) | অমিয়কে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ | অভিযুক্ত যুবককে সোমবার কোর্টে তোলা হলে অমিয়কে ১০দিনের পুলিশি হেফাজতের নির্দেশে দেয় আদালত | অমিয়র বিরুদ্ধে আইবি অফিসার সেজে চাকরি দেওয়ার নাম করে লক্ষধিক টাকা নিয়ে প্রতারণার অভিযোগ করেছেন এক মহিলা | শুধু ওই মহিলাই নন আরও অনেকের কাছে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলতো বলে জানিয়েছেন প্রতারিত ব্যক্তিরা | প্রতারিত ব্যক্তিরা জানিয়েছেন ২০১৪-১৫ সাল থেকে ভুয়ো আইবি অফিসার পরিচয়পত্র ও নীলবাতি গাড়ির সামনে ছবি দেখিয়ে জুনিয়র কনষ্টেবল, আইসিডিস, স্কুলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা তুলতো ওই যুবক | এদিন আদালতে অভিযুক্তের আইনজীবী বলেন “আমার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে|”ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন “অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা জানা যাবে|”

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *