Breaking News

‘ক্ষমতা থাকলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করুন’, অভিষেককে ইডির তলব নিয়ে কর্মিসভায় তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | অভিযোগ করলেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অঙ্গুলিহেলেন উপ-নির্বাচনের দিন ঘোষণা হতেই অভিষেককে তলব করা হয়েছে | যেই ভোট এল, অভিষেক নোটিশ পেল, অথচ আসল দোষী ছাড় পেয়ে গেল’, চেতলার কর্মিসভা থেকে ঠিক এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পরিকল্পনামাফিক ব্যবহার করছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ | এদিকে নাম না করে একাধিক বার শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করলেন মমতা | এরপরই রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতার মন্তব্য, ‘নেংটি ইঁদুর নই, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার|’ ভবানীপুরে উপ-নির্বাচনের জন্য বুধবার চেতলায় তৃণমূলের কর্মিসভায় মমতা অভিযোগ, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে | তৃণমূল সরকারকে জব্দ করতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে | গত সোমবার কয়লা মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ | সূত্রের খবর, ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও তাঁকে দিল্লিতে তলব করা হয় | এদিন মমতা চ্যালেঞ্জ ছোড়েন, অভিষেকের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে তা দেখানো হোক | সঙ্গে হুঁশিয়ারি দেন, এজেন্সি দেখিয়ে কংগ্রেস, শরদ পওয়ারকে জব্দ করেছে কেন্দ্রের বিজেপি সরকার | কিন্তু তাঁকে জব্দ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন মমতা| তারই মধ্যে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে মমতা বলেন, ‘ভয়ে কেন দিল্লিতে কেস নিয়ে গেলেন? এখানে করুন না | যাঁকে ইচ্ছা ডাকুন | কলকাতায় তো অফিস আছে| দিল্লিতে কীসের জন্য নিয়ে যাওয়া হয়? কলকাতায় করুন | এখানে তো আপনার অফিস আছে | কলকাতার কেস কোন রাজনৈতিক অসৎ উদ্দেশে দিল্লিতে নিয়ে যান? ক্ষমতা থাকলে এখানে (জিজ্ঞাসাবাদ) করুন | যাঁকে যাঁকে ডাকবেন, তাঁরা যাবেন |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *