নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বেসরকারি স্কুলগুলোর বেতন জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ধার্য করল কলকাতা হাইকোর্ট | করোনা আবহে স্কুল বন্ধ, তাও মাইনে চাইছে বেসিরকারি স্কুল | এই মর্মে অভিভাবকদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করে | যেহেতু স্কুল বন্ধ তাই এই সময় বেসরকারি স্কুলের ফি মকুব করার জন্য আদালতের দ্বারস্থ হন অভিভাবকরা | যদিও আদালতের তরফে সেই বিষয়ে কিছুটা সুরাহা করে ৭৫ শতাংশ ফি দিতে বলা হয় অভিভাবকদের | যার মধ্যে দ্রুত ৫০ শতাংশ ও বাকি ২৫ শতাংশ দু-সপ্তাহের মধ্যে ফি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত | আদালত জানিয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের ফি যাঁরা জমা করেননি, অবিলম্বে তাঁদের ৫০ শতাংশ ফি জমা দিতে হবে | বেসরকারি স্কুলের তরফে আদালতকে জানানো হয়েছিল, করোনার সংক্রমণের জন্য স্বাস্থ্যবিধি মেনেই স্কুল বন্ধ | কিন্তু তাঁদের শিক্ষক-শিক্ষিকা কিংবা অন্যান্য স্টাফদের মাইনে দিতে হয়, একটা নির্দিষ্ট অঙ্কের ইলেকট্রিক বিল আসেই, এছাড়াও রক্ষণাবেক্ষনের খরচ রয়েছেই | তাই ফি মকুব করলে বিপাকে পড়বে স্কুল কর্তৃপক্ষ | সেই দাবিকে কিছুটা মান্যতা দিয়েই ৭৫ শতাংশ ফি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত | যদিও অভিভাবকরা জানিয়েছেন, বেসরকারি স্কুল গুলি যে সমস্ত পরিষেবা বিদ্যালয় দিচ্ছে না,সেগুলি একত্রিত করে ফি চাওয়া হচ্ছে | এই বিষয়ে আদালতের কড়া নির্দেশ যে কোন বিভাগে কত টাকা নেওয়া হচ্ছে তা আগে লিস্ট করে অভিভাবকদের জানাতে হবে | তারপরেই অভিভাবকরা সিদ্ধান্ত নেবেন কীভাবে টাকা দেওয়া হবে দ্রুত| এদিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘পড়ুয়ার অভিভাবকদের ও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে হলফনামা জমা করতে হবে | মামলার পরবর্তী শুনানি হবে ১ অক্টোবর |’