Breaking News

ভবানীপুরে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!কোভিড বিধি মেনে জমা দিলেন মনোনয়ন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ গণেশ চতুর্থী | আর সেই শুভদিনেই আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে এসে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিজের মনোনয়ন দাখিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী তিনিই | শুক্রবার দুপুর দুটোর কিছুটা পরে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি |

মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমাকে কেন্দ্র করে আলিপুর সার্ভে বিল্ডিংকে এদিন আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় | তাঁর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমাত হাকিম, প্রযোজক নিসপাল সিং রানে, বাবলু সিং এবং মিরাজ শাহ | ২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়িয়ে জেতেন মমতা | সেই প্রথম বিধানসভা ভোটে লড়লেন তিনি | তারপর থেকে ভবানীপুরেই ভোটে লড়েছেন তৃণমূল নেত্রী | কিন্তু ২০২১ সালে ভবানীপুর ছেড়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে | বিধানসভা ভোটে শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়েছিলেন মমতা | কিন্তু সামান্য ভোটের ব্যবধানে তাঁকে হারিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | সেই কারণেই বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী হয়ে এখন উপনির্বাচনে লড়াই করতে হচ্ছে তৃণমূলনেত্রীকে | এই ভোটে জিতে তিনি ফের বিধায়ক হবেন| এই কেন্দ্রের জন্য বামেরা আগেই প্রার্থী ঘোষণা করেছে | বিজেপি ঘোষণা করেছে এদিনই | কিন্তু মমতাই প্রথম প্রার্থী যিনি এদিন তাঁর মনোনয়ন দাখিল করলেন | কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন তিনি সার্ভে বিল্ডিংয়ে এসে তাঁর মনোনয়ন দাখিল করেন | তবে আগে থেকেই তিনি কড়া বার্তা দিয়েছিলেন দলের নেতাকর্মীদের যে কোভিডকালে যেন কোনও ভিড় করা না হয়| সেই মতো এদিন খুব কম সংখ্যক কর্মীকেই এদিন সার্ভে বিল্ডিংয়ের আশেপাশে দেখা গিয়েছে |
মনোনয়ন জমা পড়ার পরে ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে তার বদলা নিতে মানুষ উদগ্রীব হয়ে রয়েছেন | ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি | মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোন ভবানীপুর, এখানে কেউ নাক গলাতে পারবে না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *