দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাতসকালে নিমতলা ঘাট স্ট্রিটের কাঠের গুদাম আগুনে ভস্মীভূত হয়ে গেল | আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০ টি ইঞ্জিন | আগুন নেভানোর কাজ শুরু হলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজে বাধা পান দমকলকর্মীরা | এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে | ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসুও | আগুন নিয়ন্ত্রণ আনতে দেওয়াল কেটে গোডাউনের ভিতরে ঢোকেন দমকল কর্মীরা | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫ নম্বর নিমতলা ঘাট স্ট্রিট এলাকায় এদিন সকাল পৌণে ৮টা নাগাদ একটি বাড়ির দোতলায় প্রথম আগুন লাগে | এলাকায় একাধিক কাঠের গোডাউন রয়েছে | যার ফলে দ্রুত আগুন ভয়াবহ আকার ধারণ করে | বেশ কিছু জায়গা ভেঙে পড়ার পাশাপাশি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে| আগুন নেভাতে গিয়েও দমকল কর্মীদের বেগ পেতে হয় | দেওয়াল কেটে ভেতরে ঢুকে জল দিলে অত্যন্ত বিপজ্জনক আকার ধারণ করে | একই সঙ্গে কোথাও আবার কাঠ ও টিনের মধ্যবর্তী অঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ে| খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন | পরিস্থিতি আরও ভয়াবহ হতে থাকলে আরও কয়েকটি ইঞ্জিনকে কাজে নামানো হয় |
তা সত্ত্বেও ভস্মীভূত হয়ে গিয়েছে বস্তির ২৫ টি বাড়ি | বেশ কয়েকঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনা হয়| দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল মন্ত্রী সুজিত বসু | তিনি জানান, দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে | খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক শশী পাঁজা | তিনি বলেন, “এলাকাটা বেশ বড়। কাঠ থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে | তবে মানুষের কোনও ক্ষতি হয়নি | দোকান পুড়েছে | ব্যবসার ক্ষতি হবে |”তবে কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি | প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৩ টি সিলিন্ডার ফেটে লেগেছে আগুন |যদিও ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই |