Breaking News

চূড়ান্ত অবহেলা! মহারাষ্ট্রে পোলিও ড্রপের বদলে স্যানিটাইজার খাওয়ানো হল ১২ শিশুকে

দেবরীনা মণ্ডল সাহা :- মারাত্মক ঘটনা,পোলিও টিকার বদলে ১২ জন শিশুকে খাইয়ে দেওয়া হল স্যানিজাইজার | সাংঘাতিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ইয়াভাটমল জেলার স্বাস্থ্য উপকেন্দ্রে | একজন-দু’জন নয়, ১ থেকে ৫ বছর বয়সী ১২ জন শিশুকে স্যানিটাইজার খাওয়ানোর অভিযোগ উঠেছে | ঘটনাটি ঘটেছে রবিবার | একটি প্রাইমারি স্কুলে পোলিও ক্যাম্প বসানো হয়েছিল। যেখানে ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের পোলিও দেওয়ার কর্মসূচী ছিল | জেলা স্বাস্থ্য আধিকারিক হরি পাওয়ার জানিয়েছেন, এই ঘটনার পরই শিশুদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে | আপাতত তারা সুস্থ, তবে ৪৮ ঘন্টা শিশুগুলোর স্বাস্থ্যের উপর নজর রাখা হয়েছে | পোলিও টিকাকরণ কর্মসূচিতে এই ধরণের ঘটনায় বিপাকে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রক| কাজ গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত একজন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও আশা কর্মীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে | ইয়াভাটমল জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণ পাঞ্চাল বলেছেন, ‘১২ শিশুর মধ্যে একজনেই শুধু বমি হয়েছে | পোলিও ড্রপ খেলেও এটা হয়ে থাকে|তবে এই ঘটনার জন্য কর্তব্যরত কর্মীরাই দায়ী | ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে|’ বড়সড় বিপদের হাত থেকে তাঁদের সন্তানরা রক্ষা পাওয়ায় কিছুয়া হলেও স্বস্তির শ্বাস ফেলেছেন অভিভাবকরা | এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছেন স্বাস্থ্যকর্মীদের গাফিলতিকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *