Breaking News

কাঞ্চনের মতোই হাল আপনার সঙ্গেও হতে পারে,রচনাকে সাবধান করে পোস্টার চুঁচুড়ায়!কী উত্তর দিলেন অভিনেত্রী?

প্রসেনজিৎ ধর, হুগলি :-চুঁচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে সাবধান করা হল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা ও কাঞ্চন মল্লিকের সঙ্গে পোস্টারে ছবি রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পোস্টারে লেখা, ‘আজকে কাঞ্চনের সাথে হয়েছে আগামীতে আপনার সাথে হতে পারে” (দিদি নম্বর ওয়ান)। এই বাংলায় শিল্পীদের কোনও দাম নাই।’ নীচে লেখা জয় বাংলা। হুগলির খাদ্য ভবনের সামনে লাগানো এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।কাঞ্চন কাণ্ডের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক কাঞ্চন মল্লিকের ছবি দিয়ে পোস্টার লাগানো হল খাদ্য ভবনের সামনে। পোস্টারে লেখা, “আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে, কালকে আপনার সঙ্গেও হতে পারে। এই বাংলায় শিল্পীদের কোনও দাম নেই।” পোস্টারের শেষে ‘জয় বাংলা’ ও মাঝে ‘দিদি নম্বর ওয়ান’ লেখা। এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কাঞ্চন আর কল্যাণ দার মধ্যে কী হয়েছে জানি না। তাই এ বিষয়ে বলতে পারব না। তবে সব শিল্পীরই সম্মান পাওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘কাঞ্চন বা কল্যাণদা কাউকেই সমর্থন করছি না।’ আর রচনার সঙ্গে যদি এমনটা হয়, এ কথা শুনে দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা বলেন, ‘এর মধ্যে আবার আমি কী করব, আমার সঙ্গে তো হয়নি!এ বিষয়ে ’হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “কয়েকদিন আগেই বলাগড়ে বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল। আমরা তো আগেই বলেছি তৃণমূলে শিল্পী সাহিত্যিকদের সম্মান নেই। আর এখন তৃণমূলের লোকজনই পোস্টার মেরে সেটা জানিয়ে দিচ্ছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *