প্রসেনজিৎ ধর :-কিছুদিন আগেই ভুয়ো কলে বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরে। এবার হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল। শুক্রবার দুপুর আচমকাই এই মর্মে মেল পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পরই বিমানবন্দরের ভিতরে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে। দুপুরে হুমকি মেল আসতেই হুড়োহুড়ি পড়ে যায়। তোলপাড় করে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ গোটা বিষয়টা খতিয়ে দেখছে বলে জানা গেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তেমন কিছু পাওয়া যায়নি বলে খবর।ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মেলটি কোথা থেকে এসেছে, কে বা কারা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর সন্দেহভাজন সন্দেহে বেশ কয়েকজন যাত্রীকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিমানবন্দর চত্বরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ফুটেজ।মেলের পিছনে এক যাত্রীর হাত থাককে পারে বলে খবর। তাঁকেও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বিমানবন্দর সূত্রে খবর। অন্যদিকে গোটা এলাাকতেই কড়া নজরদারি শুরু করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাঠে নেমেছে বিধাননগর পুলিশও। পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ অনুসন্ধান চালানো হচ্ছে।