প্রসেনজিৎ ধর :- উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ফালাকাটার মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন মুখ্যমন্ত্রী বলেন, “চা বাগান নিয়ে অনেকে অনেক কিছু বলে, কিন্তু করে না | ভোটের জন্য চা বাগানে নজর পড়েছে অনেকের|” এরপরই তিনি বলেন, “তৃণমূল যা বলে তাই করে | এত জন বিধায়ক নিয়ে উত্তরবঙ্গে কী করেছে বিজেপি?”এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, “চা সুন্দরী প্রকল্পে ৩ বছরের মধ্যে গৃহহীনরা ঘর পাবেন | ফালাকাটা ময়নাগুড়িতে হবে নতুন পুরসভা |”
এদিন চা-সুন্দরী প্রকল্পে উত্তরবঙ্গের ১২টি চা বাগানে ৪ হাজার ৬০০ জন শ্রমিকের হাতে বাড়ি বন্টন নথি তুলে দেন মুখ্যমন্ত্রী | রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও ঘোষণা করেন তিনি | রেশন সম্পর্কে বলেন, “খাদ্যসাথীতে বিনা পয়সায় আগামী দিনেও রেশন পাবেন আপনারা | স্বাস্থ্যসাথীর বায়োমেট্রিক্স কার্ড না পেলে বিকল্প কার্ড পেয়ে যাবেন।”এদিন ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ আসরের আয়োজন করা হয় | সরকারি অনুষ্ঠানে বিয়ে করলেন ৪৫০ জন দম্পতি | সংক্ষিপ্ত ভাষণ শেষে মুখ্যমন্ত্রী নিজের হাতে উপহার দেন নবদম্পতিদের | এমনকি আদিবাসীদের নাচে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে | তিনি বলেন, ‘আদিবাসীরা আমাদের গর্ব, আমাদের অহংকার’ | রাজনৈতিক মহলের মতে,আসলে জমি উদ্ধারে মরিয়া মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গবাসীর পুরনো ভরসাটাই অর্জন করতে চাইছেন |