দেবরীনা মণ্ডল সাহা :- এবার বাড়ানো হল কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের বরাদ্দ | আরও ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর | নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে | যে পরিমাণ টাকার অঙ্ক অর্থমন্ত্রকের কাছে দাবি করা হয়েছিল, সেই একই পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে | সোমবারই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | সেখানেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব উঠে আসে | কাজে গতি আনতে ৯০০ কোটি টাকা বরাদ্দের কথাও বলা হয় | ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে ফুলবাগান-সেক্টর ফাইভ পর্যন্ত প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে | যাত্রী নিয়ে ছুটছে মেট্রো। তবে ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত নির্মাণ কাজ এখনও চলছে | হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আবার সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ| লাইনও পাতা হচ্ছে | আশা করা যায় এই বরাদ্দতে প্রকল্পের কাজ গতি পাবে |