Breaking News

‘বিজেপি-সিপিএম চাকরিখেকো’, পিংলার জনসভা থেকে চাকরিহারাদের নিয়ে বিরোধীদের আক্রমণ মমতার !

দেবরীনা মণ্ডল সাহা :-বিজেপি সিপিএমকে ‘চাকরিখেকো’ বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে পিংলার নির্বাচনী সভা থেকে চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন মমতা।সেই সভা থেকে ফের একবার শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ এই পরিস্থিতির জন্য বিরোধীদেরই দায়ী করেন তিনি৷মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা মানুষখেকো বাঘ দেখেছেন৷ চাকরিখেকো মানুষ দেখেছেন? চাকরিখেকো বিজেপি, সিপিএম দল, রাম-বাম-শ্যাম দেখেছেন? ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়ে বলছে ১২ শতাংশ সুদ দিয়ে টাকা ফেরত দাও৷ যখনই ইচ্ছে হবে চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক!একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ যখন কোথাও বিচার পাই না, তখন আদালতই ভরসা। সেই আদালতে এখন বিজেপি খুন করলেও বেল আর তৃণমূল কিছু না করলেও জেল। তবু বলব, বিচার ব্যবস্থায় এখনও কিছু ভাল মানুষ রয়েছেন। তাঁদের বলব, বিজেপির কথা শুনে রায় দেবেন না।”শুধু চাকরি বাতিল নয়, এ দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বিজেপি নেতাদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, কাঁচকলা খাও৷ পেট ঠান্ডা থাকবে৷ ওটা তোমাদের টাকা নয়, মা-বোনেদের টাকা৷ আত্মসম্মানের টাকা৷ হাত দিয়ে দেখুক, মায়েদের হাতা-ঝান্ডার খেলা দেখেছেন? বটি দিয়ে তরকারি কাটার খেলা দেখেছেন? আবার বলছে ভোটের পরে এনআইএ দিয়ে দেবে৷ আরে তুই থাকবি না, এনআইএ কী দিবি? বিজেপি এবার ক্ষমতায় আসছে না, জেনে রাখুন৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *