নিজস্ব সংবাদদাতা :-দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে হানা দিল সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে মিলল একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ বোমা। শেখ শাহজাহানের গড়ে অস্ত্রভাণ্ডারের হদিশ। আর সেই অস্ত্রশস্ত্রের খোঁজে সন্দেশখালির সরবেড়িয়ার আগারহাটির মল্লিকপাড়ায় সিবিআই হানা। তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি অস্ত্রশস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হয়েছে বলেই খবর।আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায় তৃণমূলি সদস্য হাফিজুল খাঁর আত্মীয়ের বাড়িতে বোমা মজুত রয়েছে বলে খবর পেয়ে শুক্রবার সকালে সেখানে তল্লাশিতে পৌঁছয় সিবিআইয়ের দল।শুক্রবার সকালে সিবিআইয়ের ১০ সদস্যের একটি দল মল্লিকপাড়ায় ওই বাড়িতে আসেন। কোনও ঝুঁকি নেয়নি সিবিআই এর টিম। প্রথমেই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ দফতরকে খবর দেওয়া হয়। বিদ্যুৎ দফতরের লোকজন আসেন। তবে জানা যায় ওই বাড়ি বিদ্যুৎ সংযোগ নেওয়াই হয়নি। তারপরেই শুরু হয় তল্লাশি।সিবিআইয়ের দাবি, বাড়ির মেঝে খুঁড়তেই একের পর এক বিদেশি আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে। প্রচুর বোমাও মজুত করা হয়েছিল সেখানে। আরও অস্ত্র ও বোমার খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও নিয়ে আসা হয়েছে। খবর দেওয়া হয়েছে এনআইএ-র টিমকেও।চারিদিকে ভেড়ি দিয়ে ঘেরা দ্বীপের মতো বাড়িটিতে পৌঁছে অত্যাধুনিক যন্ত্র দিয়ে তল্লাশি শুরু করেন সিবিআইয়ের তদন্তকারীরা। তল্লাশিতে বেরিয়ে একের পর এক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তার মধ্যে বেশ কয়েকটি বিদেশি আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই|গোয়েন্দাদের অনুমান, গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার পর আগ্নেয়াস্ত্রগুলি লুকিয়ে ফেলে শাহজাহান ও তার বাহিনী। আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি সদস্যের বোনের ভেড়ি দিয়ে ঘেরা বাড়িকেই সেজন্য নিরাপদ ঠিকানা বলে মনে করে তারা। তৃণমূলি পঞ্চায়েত সদস্যের বোনের স্বামী আবু তালেব মোল্লাও এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত। সিবিআই সূত্রে খবর, কী ভাবে কার কাছ থেকে এই বিপুল অস্ত্র মজুত করা হয়েছিল তা জানতে সন্দেশখালিকাণ্ডে ধৃতদের জেরা করবে গোয়েন্দারা।