Breaking News

নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই!আজই পেশ চার্জশিট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নারদ মামলায় গ্রেফতার ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় | সোমবার সাত সকালে নিজাম প্যালেসে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয় চার নেতা-মন্ত্রীকে বলে সূত্রের খবর | আজই চার্জশিট পেশ করা হবে বলে সূত্রের খবর | সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই | এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনীর বিশাল ফোর্স নিয়ে ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলে নারদ কান্ডে তদন্তকারী সংস্থা সিবিআই-এর একটি টিম | বাড়ির ভিতরে যান সিবিআই আধিকারিকরা | কিছুক্ষণ পরে মন্ত্রীকে সাথে নিয়ে বাইরে আসেন তাঁরা |

বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের সামনে বর্তমান পরিবহণ মন্ত্রী বলেন, “নারদ কান্ডে আমাকে গ্রেফতার করা হচ্ছে | আমাকে নিজাম প‍্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে | আমি আদালতে দেখে নেব।” তাঁর আরও অভিযোগ, অধ‍্যক্ষের অনুমতি ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে | এমনকি কোনো আগাম নোটিসও দেওয়া হয়নি তাঁকে | একই ভাবে নাটকীয়ভাবে সোমবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কেও | পরে তাঁদের গ্রেফতার করা হয় | কিছুদিন আগেই নারদ মামলায় ফিরহাদ সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তাবে অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড় বলে সূত্রের খবর | এ প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, “মোদী-অমিত শাহর নির্দেশে এসব হচ্ছে | আদালতে মোকাবিলা হবে| রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ | নির্বাচনে হেরে যাওয়াতেই এমনটা করল ওরা | সিবিআই একটা খাঁচাবন্দি তোতা |” আজ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে আজই বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে | আজই চার্জশিট পেশ করা হবে বলে সূত্রের খবর | নারদকাণ্ডে আরেক অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই, সূত্রের খবর |নারদ-মামলায় একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয় মুকুল রায়, শুভেন্দু অধিকারী? বিজেপিতে যোগ দেওয়ার জন্যই কি ছাড়? প্রশ্ন তৃণমূলের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *