প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে ফিরহাদ-সুব্রত-মদনদের | তাই তাঁকেও গ্রেফতার করতে হবে, এই দাবিতে সিবিআইয়ের দফতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁকে গ্রেফতার করা না হলে নিজাম প্যালেস ছাড়বেন না বলেই সাফ জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় | সোমবার সকালে নারদ কাণ্ডে গ্রেফতার করা হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে | ঘটনাকে কেন্দ্র করে কার্যত তোলপাড় শুরু হয় রাজ্য-রাজনীতি |চার হেভিওয়েটকে গ্রেফতারি বেআইনি বলে দাবি করেন তৃণমূল নেতারা| ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বলেই দাবি করে তৃণমূল | এই গ্রেফতারের খবর পাওয়া মাত্রই নিজাম প্যালেসে যান রত্না চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের কন্যা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে | সোমবার বেলা ১১ টার কিছুটা আগে নিজাম প্যালেস পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
সরাসরি নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআই দফতরে উঠে যান মুখ্যমন্ত্রী | প্রথমে কথা বলেন আইনজীবীদের সঙ্গে | এরপর সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি | দাবি করেন, যেভাবে এই চার রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে তা বেআইনি | তৃণমূলের নেতা তথা আইনজীবী অনিন্দ্য রাউত জানান, ‘বেআইনিভাবে’ গ্রেফতারের প্রতিবাদে তাঁকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন মমতা | নাহলে তিনি সিবিআই দফতর থেকে বেরোবেন না | তিনি বলেন, ‘মমতা জানিয়েছেন, বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁকেও গ্রেফতার করতে হবে |’ প্রসঙ্গত, যে চার হেভিওয়েটকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে ৩ জন বিধায়ক | ফলে এই গোটা প্রক্রিয়ায় বিধানসভার অধ্যক্ষের অনুমতির প্রয়োজন | কিন্তু সিবিআইয়ের তরফে এই চার নেতার বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যপালের অনুমতি নেওয়া হয় | তারপরই এই গ্রেফতারি | এমনকী আগাম কোনও নোটিসও দেওয়া হয়নি বলেই অভিযোগ | তৈরি হয়েছে জটিলতাও |নিজাম প্যালেসের বাইরে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় | বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা | পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে |