প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলা সংবাদমাধ্যম জগতে ইন্দ্রপতন| রবিবার সন্ধ্যায় প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় | করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি | সেরে উঠলেও শেষ পর্যন্ত করোনা পরবর্তী শারীরিক জটিলতাতেই ফের অসুস্থ হয়ে পড়েন |বেশ কিছুদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল এক বেসরকারি হাসপাতালে | অবশেষে রবিবার রাত ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় | ৩৫ বছরের সাংবাদিক জীবনে বহু সংবাদমাধ্যমের অন্যতম পথ প্রদর্শক হিসেবে স্মরণীয় অঞ্জন বন্দ্যোপাধ্যায় | তাঁর অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া বাংলা সংবাদমাধ্যমে | ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অঞ্জনবাবু|করোনায় আক্রান্ত ছিলেন| তবে সেরে ওঠেন | পরে তাঁর শরীরে আরও কিছু জটিলতা ধরা পড়ে | সেকারণে, তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয় |ভেন্টিলেশনে ও পরে একমো ভেন্টিলেশনে রাখা হয় | তবে শেষরক্ষা হয়নি | আজ রাত সাড়ে নয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন | তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাংবাদিকমহলে| সহকর্মীকর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী |
তাঁর ট্যুইটবার্তা, ‘আমার সহকর্মী অঞ্জন বন্দ্যোপাধ্যায় করোনায় মারা গেলেন | রাজ্যের নির্বাচন কভার করার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন | গত ১৯ ফেব্রুয়ারি কলকাতায় অমিত শাহর সাক্ষাৎকার নেওয়ার সূত্রে তাঁর সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হয়েছিল |’ মেধাবী ছাত্র ছিলেন অঞ্জনবাবু | সাংবাদিকতার কেরিয়ার শুরু আনন্দবাজার পত্রিকায় | প্রিন্ট থেকে বৈদ্যুতিন সংবাদমাধ্যম, সবেতেই তাঁর অবাধ বিচরণ | কাজ করেছেন বাংলার প্রথম সারির সংবাদমাধ্যমগুলিতে | সেই তালিকায় রয়েছে যুগান্তর, আজকাল, ই-টিভি বাংলা | জি মিডিয়া যখন বাংলা চ্যানেল ২৪ ঘণ্টা লঞ্চ করে তখন তাঁর প্রথম সারির কর্মীদের মধ্যে ছিলেন তিনি | বর্তমানে সেখানকারই চিফ এডিটর ছিলেন তিনি | এর মাঝের কয়েক বছর এবিপি ডিজিটালের সম্পাদক হিসেবে দাপিয়ে কাজ করেছেন | টিভি ৯ বাংলার প্রথম এডিটর হিসেবে কাজ করেছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায় | সম্পর্কে রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি | তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া সর্বস্তরে | শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক নেতা থেকে সমাজের বিশিষ্টরা | প্রায় সাড়ে তিন দশকের বর্ণময় কেরিয়ার শেষে অঞ্জনবাবু পাড়ি দিলেন না ফেরার দেশে |