Breaking News

স্বৈরাচারী শক্তিকে হটিয়ে উজ্জ্বল ভারত গড়তে, একুশের মঞ্চে ডাক অভিষেক বন্দোপাধ্যায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূলের জাতীয়স্তরে রাজনীতির রোডম্যাপ তৈরি করতে কোমর বেঁধেছেন অভিষেক | ২১-এর নির্বাচনে অভিষেকের জন্যই দলের কর্মীদের মনোবল বেড়েছে | মমতা বন্দ্যোপাধ্যায়-এর লড়াই ও পিকের মাথা থাকলেও, অভিষেকের পরিশ্রম কম নেই | তার লড়াই-এর জন্যই বাংলায় এই ফল করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল | সেই ত্যাগের ও কৃতিত্বের কথা বারবার স্বীকার করেছেন একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব| আর আজ প্রথমবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে একুশের মঞ্চে বক্তব্য রাখলেন অভিষেক | আর এটা রাজনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা | কারণ কোনওদিন একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বা তাঁর সঙ্গে কেউ বক্তব্য রাখেননি | এদিন বক্তব্য অভিষেক জানিয়েছেন, ‘আগামী দিনে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী হবে তৃণমূল | দিল্লির কনস্টিটিউশন হলে যাঁরা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সকলকে কৃতজ্ঞতা জানাই | স্বৈরাচারী শক্তিকে হটিয়ে উজ্জ্বল ভারত গড়ে তুলতে একসঙ্গে হাত ধরে এগোতে হবে আমাদের | আমাদের ভয় দেখিয়ে লাভ নেই | আমরা মাথা নত করব না | ভারতকে স্বৈরচারী জুড়ির হাত থেকে, শিকল থেকে মুক্ত করতেই হবে | শেষ রক্তবিন্দু দিয়ে তাঁদের বিরুদ্ধে লড়বে তৃণমূল | সকলকে ধন্যবাদ জানাই | ভারতকে স্বাধীন করে মুক্তির সূর্য উপহার দেবে ভারতই | অক্ষরে অক্ষরে বাংলা প্রমাণ করেছে যে, বাংলা যা আজ ভাবে, দেশ তা কাল ভাবে |’এদিন শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বলেন, “নেত্রীর কথা শুনেছি | তাঁর কথা আমরা গ্রহণ করেছি | তাঁর কথা আগামী দিনে, বাস্তবায়ন করা হবে | তাঁর দেখানো পথে হেঁটেই তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত করা হবে |” এরপরই তাঁর কথায় উঠে আসে দিল্লি কনস্টিটিউশন হলে উপস্থিত বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কথা | তাঁদের ধন্যবাদ জানিয়ে বিরোধী জোট গঠনের আহ্বান জানান তিনি | জাতীয় স্তরে তাঁর গুরুত্ব বাড়ানোর জন্য আজকের এই ভাষণ বলেই মনে করছেন অনেকে | আগামী অগস্ট মাসেই ত্রিপুরাতে যাচ্ছেন অভিষেক | সেখানে গিয়েই সংগঠনের কাজ দ্রুত শুরু করবেন বলে জানা গিয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *