দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাণিজ্যিক কিংবা অবাণিজ্যিক বিমানে করে পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের | কোনও যাত্রীর করোনার টিকার দুটি ডোজ থাকলেই পশ্চিমবঙ্গে বিমানে করে প্রবেশ করা যাবে | তাঁদের ক্ষেত্রে আর আরটিপিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই | শুধুমাত্র করোনার টিকার দুটি ডোজের শংসাপত্র থাকলেই পশ্চিমবঙ্গে প্রবেশ করা যাবে বলে সিদ্ধান্ত রাজ্য সরকারের |সামনেই আসছে করোনার ভাইরাসের তৃতীয় ঢেউ | তা সামলাতে কড়া হাতে রাশ ধরে রাখতেই হবে | এই পরিস্থিতিতে রাজ্যের বাইরে থেকে আগত বিমানযাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার|এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে সমস্ত বাণিজ্যিক ও অবাণিজ্যিক বিমান যাত্রীদের দু’টি ডোজের টিকাকরণ শংসাপত্র দেখানো আবশ্যিক | আর টিকা না নেওয়া থাকলে বিমানে ওঠার ৭২ ঘণ্টার আগের আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে | এতদিন নিয়ম ছিল, কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে দু’টি টিকা ও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। তাতে কিছুটা বদল আনা হয়েছে যাত্রীদের সুবিধার্থেই | রাজ্যে এই মুহূর্তে যেহেতু করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার | করোনার কড়া বিধি নিষেধ-এর জন্যই কমছে সংক্রমণের গ্রাফ, মনে করছেন বিশেষজ্ঞরা| স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার সংক্রমিতের সংখ্যা ছিল ৬৬৬ জন | যার মধ্যে কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৩ | গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১২ জনের |