Breaking News

দেশের বিভিন্ন প্রান্তে থেকেই দেওয়া যাবে ভোট,’রিমোট ভোটিং’-এর পরিকল্পনা নির্বাচন কমিশনের

নিজস্ব সংবাদদাতা :- ভোট দিতে আর কেন্দ্রে যেতে হবে না | দেশের যে কোনও প্রান্ত থেকেই ভোট দেওয়া সম্ভব হতে পারে আগামী দিনে | এই মর্মে, ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন | দ্রুত এর মহড়া শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন | উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যবস্থা করা হবে | রবিবার এই ‘রিমোট ভোটিং’ পরিকল্পনার কথা জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা |

নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ২৫ জানুয়ারি, সেই উপলক্ষ্যে প্রতি বছর এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় | সেই উপলক্ষ্যেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন অরোরা | তিনি আরও বলেন, “রিমোট ভোটিংয়ের বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে | আইআইটি মাদ্রাজ এবং আরও বেশ কিছু সংগঠন তাতে যুক্ত রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ ভালোই এগোচ্ছে | খুব শীঘ্র এর মহড়াও শুরু হবে “| পড়াশোনা, কর্মসূত্রে অথবা নানা কারণে বাইরে থাকার ফলে প্রতি নির্বাচনেই হাজার হাজার মানুষ ভোটদান থেকে বিরত থাকেন | সেই কারণেই এমন উদ্যোগ কমিশনের | এই উদ্যোগ সফল হলে দেশের যে কোনো প্রান্তে বসে যে কোনো অঞ্চলের ভোটার ভোট দিতে পারবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *