প্রসেনজিৎ ধর :- আগামী ৩০ জানুয়ারি ফের রাজ্যে আসছে অমিত শাহ। এবার জল্পনা, তাঁর সভায় যোগ দিতে পারে আরও একঝাঁক তৃণমূল হেভিওয়েটরা। বিজেপি নেতারা অবশ্য দাবি করছেন, তালিকা এত ছোট নয় বরং তৃণমূলের একাধিক প্রভাবশালী রয়েছেন সেই তালিকায়। অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, ৩০-৩১ জানুয়ারি অমিত শাহের দুদিনের বাংলা সফরে যোগ দিতে পারেন ১৭ জন তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরই বলেছিলেন, তাঁর পরিবারেও পদ্ম ফুঁটবে। ইতিমধ্যেই একভাইকে দলে টানলেও শুভেন্দুর বাবা শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীরও বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা বলে দাবি গেরুয়া শিবিরের। এছাড়াও প্রতিদিনই উঠে আসছে তৃণমূলের একাধিক পরিচিত মুখ, যারা কিনা একে একে বিজেপিতে আসছে। সূত্রের খবর, বিজেপির তালিকায় নাকি রয়েছে জিতেন্দ্র তিওয়ারি, সাধন পান্ডে, আবির বিশ্বাস, সিএস জাটুয়া, বিশ্বনাথ পারিয়াল, দিলীপ জাটুয়া, দীপক অধিকারী, প্রতিমা মন্ডল, আফরিন আলী, লক্ষ্মীরতন শুক্লা, বৈশালী ডালমিয়া, শংকর সিং, বিধায়ক উদয়ন গুহ, এমনকী উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালও।
যদিও বিজেপির তালিকাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বিজেপির তালিকা মিলে যেতেই পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির তরফে যে তালিকা দাবি করা হচ্ছে, তাঁদের মধ্যে সকলেই যে বিক্ষুব্ধ বা বেসুরো, তা নয়। তবে বিজেপি যেভাবে দলবদলের খেলায় নেমেছে, তাতে কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই বিষয়ে বিজেপি নেতৃত্বর দাবি, বিভিন্ন দলের অনেক নেতাই তাঁদের দলে নাম লেখাতে চাইছেন। কিন্তু যাঁরা আসতে চাইছেন, তাঁদের সবাইকে দলে ঠাঁই দেওয়া হবে না।