প্রসেনজিৎ ধর :- রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ| এই ঘটনা বিধায়কের নজরে আসতেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন লালবাজার সাইবার সেলে| তবে কে বা কারা এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও প্রকাশ্যে আসেনি|জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বুঝতে পারেন যে তাঁর টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছে | জানতে পারেন, তাঁর নাম করে পরিচিতদের মেসেজও করা হচ্ছে | সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন বিজেপি নেত্রী | বিষয়টি লালবাজার সাইবার সেলে জানান |
পাশাপাশি, ইতিমধ্যেই পরিচিতদের ব্যক্তিগতভাবে বিষয়টি জানিয়েছেন অগ্নিমিত্রা পল | তাঁর টুইটার থেকে কোনও প্রকার মেসেজ করা হলে তার উত্তর যেন না দেওয়া হয় | সোমবার নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে | আসানসোলের কালিপাহাড়ি এলাকায় ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি| সেই খবর পেয়েই সেখানে পৌঁছন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক | তখনই তাঁকে ঘিরে ধরে গো–ব্যাক স্লোগান দেন বেশ কিছু স্থানীয় বাসিন্দা | বিজেপি বিধায়কের অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই ইচ্ছাকৃতভাবে তাঁকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হয়েছে| আর সোমবার রাতে তিনি বুঝতে পারেন তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে | লিখিত অভিযোগে তিনি জানান, এই অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিত লোকজনদের নানা ধরনের ম্যাসেজ করা হচ্ছে | তাই উত্তর দিতে নিষেধ করেছেন আসানসোল দক্ষিণের বিধায়ক | এই মর্মে লালবাজার সাইবার পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি | তাঁর প্রোফাইল থেকে মেসেজ করা হলে তাতে উত্তর না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি |