Breaking News

নির্বাচনের জন্য বাংলায় আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ৩০ সেপ্টেম্বর ভবানিপুরে উপনির্বাচন সহ রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে ভোট | ভবানীপুর, সামসেরগঞ্জ ও জঙ্গিপুর – এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে সেদিনই | আর সেই ভোটগ্রহণ পর্ব যাতে নির্বিঘ্নে মিটে যায় তার জন্য এবার বাংলায় পা রাখতে চলেছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী| এই ১৫ কোম্পানির মধ্যে ৭ কোম্পানি বাহিনী থাকছে সিআরপিএফের | বিএসএফের থাকছে ৪ কোম্পানি | এসএসবি-র ২ কোম্পানি এবং সিআইএসএফ ও আইটিবিপি-র ১ কোম্পানি করে বাহিনী আসছে রাজ্যে | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে | ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বা বাকি দুটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণের জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়নি | জাতীয় নির্বাচন কমিশনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলে এই বাহিনী আনাচ্ছে | তবে এই বাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন সূত্রে কিছু জানা যায়নি | একুশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছিল গোটা রাজ্যজুড়ে | সব থেকে বড় ঘটনা ঘটেছিল কোচবিহারের শীতলকুচিতে | সেখানে ১২৬ নম্বর বুথে বিনা প্ররোচনায় ভোটারদের ওপর গুলি চালিয়েছিল সিআইএসএফ জওয়ানরা | সেই ঘটনার তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে সিআইডি | এছাড়াও বাংলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কখনও ভোটারদের ভয় দেখানো, ভোটদানে বাধাদান, বুথে আসতে না দেওয়া, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে ভোটারদের বুথের মধ্যে প্রভাবিত করার অভিযোগও উঠেছিল বিস্তর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *