Breaking News

তৃণমূলের আমলে রাজ্যের চতুর্থ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-র ইস্তফা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ইস্তফা দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত | তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় | ব্যক্তিগত কারণ দর্শিয়ে ইস্তফা দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল | তার ফলে তৃণমূল কংগ্রেসের আমলে চতুর্থ অ্যাডভোকেট জেনারেল ইস্তফা দিলেন | মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়, নবান্নে আইনমন্ত্রী মলয় ঘটক এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি | দ্রুত সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন রাজ্যপাল টুইট করে সেই খবর জানিয়েছেন ধনখড় | মঙ্গলবার দুপুর একটা নাগাদ টুইটারে অ্যাডভোকেট জেনারেলের ইস্তফাপত্র পোস্ট করেন ধনখড় |
সঙ্গে লেখেন, ‘সংবিধানের ১৬৫ ধারা অনুযায়ী, বর্ষীয়ান আইনজীবী এবং পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের দেওয়া ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করলাম আমি |’ সেই ইস্তফাপত্রে অ্যাডভোকেট জেনারেল লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন | দয়া করে তা গ্রহণ করুন | রাজ্য সরকারের জন্য কাজ করতে পেরে যে অভিজ্ঞতা হয়েছে, তা ভালো |’২০১৭-র ফেব্রুয়ারি থেকে জয়ন্ত মিত্রর জায়গায় দায়িত্ব নেন কিশোর দত্ত | অনিন্দ্য মিত্র, বিমল চট্টোপাধ্যায়ও এই সরকারের আমলে অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলান |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *