প্রসেনজিৎ ধর, কলকাতা :- ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচনে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী বছর চল্লিশের প্রিয়াঙ্কা টিব্রেওয়াল | অন্যদিকে এই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস |এই প্রার্থীদের মনোনয়নপত্র পেশের সঙ্গে জমা পড়েছে সম্পত্তি, আয়-ব্যয় এবং ব্যক্তিগত তথ্য সংক্রান্ত হলফনামা | আর তাতেই দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের বিচারে ভবানীপুরের সবথেকে গরীব প্রার্থী মমতা বন্দোপাধ্যায়, অন্যদিকে এই কেন্দ্রের সবচেয়ে বড়লোক প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল | নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা | হলফনামা অনুযায়ী মুখ্যমন্ত্রীর ৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম অলঙ্কার রয়েছে| তাছাড়া মুখ্যমন্ত্রীর নিজের নামে কোনও বাড়ি, গাড়ি, চাষযোগ্য জমি নেই, তিনি কোনও ঋণ-ও নেননি| কোনও কর বকেয়া নেই তাঁর নামে। হলফনামা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কাছে এখন নগদ টাকার পরিমাণ ৬২ হাজার ৫৯০ টাকা| এদিকে মমতার বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মোট সম্পত্তি ৩ কোটি ৫২ লক্ষ ৮১ হাজার ৮৭৯ টাকার | আর তাঁর দেনার পরিমাণ ৬৫ লাখ ৭০ হাজার ২১০ টাকা | সেই হলফনামা অনুযায়ী আলাদাভাবে দেখতে গেলে প্রিয়াঙ্কার স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬০ লাখ টাকা এবং অস্থায়ী সম্পত্তি রয়েছে মোট ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৫১৬ টাকার| এছাড়া ভবানীপুরের বিজেপি প্রার্থীর অলঙ্কারের মধ্যে রয়েছে ৪০০ গ্রাম সোনা ও হিরের গহনা, যার দাম ১২ লক্ষ ৯২ হাজার ১৫৮ টাকা | সোনার কয়েন আছে তাঁর | স্থাবর সম্পত্তির মধ্যে কলকাতায় একটি ফ্ল্যাট আছে প্রিয়াঙ্কার | তাছাড়া প্রিয়াঙ্কার বাজারে দেনা রয়েছে ২২ লক্ষ ৩৫০ টাকা। সেটা একটি ব্যাঙ্ক লোন | প্রিয়াঙ্কার নিজের রয়েছে মাহিন্দ্রা স্করপিও গাড়ি,যার বাজারমূল্য ১৫ লক্ষ ৭৯ হাজার ৯৬৯ টাকা|অন্যদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ভবানীপুরের বাম প্রার্থী তথা আইনজীবী শ্রীজীব বিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ ৩২ লাখ ১০ হাজার ৮৪০ টাকা ৫২ পয়সা | তাঁর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রয়েছে | স্থাবর সম্পত্তি বলতে কিছু নেই | দেনা রয়েছে শ্রীজীবের | একটি ব্যাঙ্ক থেকে মোট ৩ লক্ষ ৭১ হাজার ৫৪ টাকার ঋণ রয়েছে তাঁর | এছাড়া একটি টাটা নেক্সন গাড়ি রয়েছে বাম প্রার্থীর | যার দাম প্রায় ৮ লক্ষ ৭৪ হাজার টাকা | তাঁর কোনও চাষযোগ্য জমি নেই | অন্য কোনও জমিজমা বা নিজস্ব বাড়িও নেই | সব মিলিয়ে ৩২ লক্ষ ১০ হাজার ৮৪০ টাকা ৫২ পয়সার মালিক শ্রীজীব বিশ্বাস | এই উপনির্বাচনে কে শেষ হাসি হাসবে তা জানা যাবে ৩ অক্টোবর ফলপ্রকাশের পর|