Breaking News

ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে বিধিভঙ্গের অভিযোগ,বিজেপি প্রার্থীকে নোটিশ নির্বাচন কমিশনের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্ৰেওয়ালকে প্রচারে কোভিড বিধি ভাঙার বিষয়ে নোটিশ পাঠালেন রিটার্নিং অফিসার | বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল| এরপরই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্ৰেওয়ালের জবাব চেয়ে চিঠি পাঠাল কমিশন | বুধবার এই চিঠি পেয়েছেন প্রিয়াঙ্কা | যদিও তৃণমূলের করা অভিযোগের কোনও সারবত্তা নেই বলেই জানিয়েছেন তিনি|প্রিয়াঙ্কার কথায়, “তৃণমূল ভয় পেয়েছে, তাই যেনতেন প্রকারেণ আমার প্রচার বন্ধ করতে চাইছে|” নির্বাচন কমিশনের পাঠানো চিঠি অনুযায়ী, মনোনয়নপত্র জমা করার সময় প্রিয়াঙ্কা কোভিডবিধি ভেঙেছিলেন | করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে জমায়েতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কমিশন | কিন্তু প্রিয়াঙ্কা সেই নিয়ম মানেননি বলেই অভিযোগ| মনোনয়নপত্র জমা করার সময় জনসমাগম হয়েছিল | প্রিয়াঙ্কার সঙ্গে বহু গাড়ি এবং তাতে দলীয় পতাকা ছিল বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল | এর পরই প্রিয়াঙ্কার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিল কমিশন | বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই সেই শো-কজ় নোটিসের জবাব পাঠিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা টিব্ৰেওয়াল| চিঠিতে তিনি জানিয়েছেন, মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় তিনি কোনওভাবেই করোনা বিধি ভাঙেননি | অনেক কর্মী ও সমর্থক তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় গিয়েছিলেন ঠিকই, তবে তাঁরা ভিতরে প্রবেশ করেননি | রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হাতে গোনা কয়েকজন নেতাই প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সঙ্গে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ছিলেন | আর কেউ ভিতরে যাননি | পাশাপাশি, বাইরে যাঁরা ছিলেন, তাঁদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনের বলেও জবাবে জানিয়েছেন প্রিয়াঙ্কা টিব্ৰেওয়াল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *