দেবাশীষ পাল, মালদহ :- তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের অনাস্থা রুখতে নয়া রণকৌশল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বর | আড়াই বছর ক্ষমতায় থাকা দলীয় প্রধানদের পদত্যাগের নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের | মালদহে জেলা জুড়ে পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েতে অনাস্থার ডাক দেওয়া হয় | তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্ব এই অনাস্থা প্রস্তাবের ডাক দেয় | বিজেপির সদস্যদের সাথে জোট করে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পঞ্চায়েত প্রধানকে অপসারণও করা হয় |
দলীয়ভাবে পঞ্চায়েত সদস্যদের হুইপ জারি করেও অনাস্থা রূখতে কার্যত ব্যর্থ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব | অবশেষে অবশিষ্ট যে সকল পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ডাকার উদ্যোগী হয়েছেন দলের একাংশ নেতৃত্ব | সেই সকল পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত থেকে সভাপতি ও প্রধানদের পদত্যাগের নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব |
সেই নির্দেশ কার্যকর করতে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন আবু কালাম আজাদ | এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ১১ | বিগত পঞ্চায়েত নির্বাচনে এই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ১১টি আসনই দখল করে তৃণমূল কংগ্রেস | তবুও তৃণমূল কংগ্রেসের একাংশ পঞ্চায়েতের প্রধান অপসারণের প্রস্তুতি শুরু করে | এমন খবর চাউর হতেই ময়দানে নামেন এলাকার বিধায়ক তথা ব্লক সভাপতি সাবিত্রী মিত্র | তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব মেটাতে ক্ষমতায় থাকা প্রধানকে পদত্যাগের নির্দেশ দেন |