Breaking News

পরিস্থিতি ভয়াবহ,জলপাইগুড়ির পর এবার মালদহেও অজানা জ্বরের প্রকোপ, মৃত্যু ৩ শিশুর!

দেবাশীষ পাল, মালদহ :- রাজ্যে করোনার মাঝে নয়া আতঙ্ক | অজানা জ্বরে রাজ্যে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা | জলপাইগুড়ি, ময়নাগুড়ির পর এবার প্রাণ গেল মালদহের তিন শিশুর|যদিও মেডিক্যাল কলেজ হাসপাতালের ডঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান,জ্বরে মৃত্যু হয়নি | তবে শিশুদের মৃত্যু কী কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে | হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,মৃতদের নাম মঙ্গল ডোম(৫মাস),হবিবপুর ডাল্লা আদিত্য মন্ডল(৩বছর ছয় মাস) এবং ইফরাজ শেখ(৭মাস) | মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুবিভাগে এখনও পর্যন্ত বহু শিশু জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছে বলে জানা গেছে | ইতিমধ্যে শিশুদের চিকিৎসার জন্য শিশু বিশেষ্ণগদের নিয়ে বিশেষ দল গঠন করল মালদহ মেডিক্যাল কলেজ কতৃপক্ষ |
ডঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, মালদহ মেডিক্যাল কতৃপক্ষ সজাগ রয়েছে | ভয়ের কোন কারণ নেই | ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সুশ্রুতনগর ইউনিটের সেক্রেটারি তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, ভাইরাল জ্বরের প্রকোপ তো রয়েছেই | মশাবাহিত রোগ, ঠান্ডা লাগা, ভাইরাল সংক্রমণের ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতেই হবে | এদিকে, জলপাইগুড়ির অবস্থাও প্রায় একইরকম | গত কয়েকদিনে জলপাইগুড়িতে শতাধিক শিশুর আক্রান্ত হওয়ার কারণ হিসাবে ইনফ্লুয়েঞ্জাকেই দায়ী করছে জেলা স্বাস্থ্যদফতর | উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে দুর্গাপুর, মুর্শিদাবাদের, পর পুরুলিয়াতেও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *