দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে চ্যালেঞ্জ করে ডিলারদের করা মামলা বুধবারই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ | তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল ডিলারদের সংগঠন| সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাঁরা | রাজ্য সরকার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরুর নির্দেশ দিতেই প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কিছু রেশন ডিলার | মামলাকারী রেশন ডিলারদের দাবি ছিল, “রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রীয় রেশন বণ্টন আইনের পরিপন্থী| প্রকল্পটি একাধারে খরচ সাপেক্ষ | সেই সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থ ও কর্মচারী প্রয়োজন, তাও অধিকাংশ রেশন ডিলারদের কাছে নেই|” বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টে আপিল মামলা দায়ের করে রেশন ডিলারদের সংগঠন | তাতে সিঙ্গল বেঞ্চের রায়ে ডিলারদের বক্তব্য সঠিকভাবে শোনা হয়নি বলে দাবি করা হয়েছে | মামলাটি গ্রহণ করেছে আদালত | তবে গুরুত্বপূর্ণ বলে মনে না হওয়ায় এখনও শুনানির দিনক্ষণ জানায়নি হাইকোর্ট | রাজ্যের পক্ষ থেকে পালটা জানানো হয়েছে, রেশন প্রাপকের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছে| রাজ্যের যুক্তি মেনে নিয়ে বিচারপতি অমৃতা সিং রেশন ডিলারদের আবেদন খারিজও করে দেন | আদালত জানিয়ে দেয়, এটা যেহেতু এখনও পর্যন্ত একটি পরীক্ষামূলক প্রকল্প তাই এতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট | বিবৃতি জারি হওয়ার পর কোনও মামলা হলে সেটা খতিয়ে দেখা হবে |কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই রায়ে সন্তুষ্ট নন ডিলাররা | বিচারপতি অমৃতা সিংয়ের সিদ্ধান্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন তাঁরা | কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে | তবে, ডিলাররা যে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন, সেটি গৃহীত হয়নি | বলা হয়েছে, এই মুহূর্তে হাই কোর্ট অন্য একাধিক গুরুত্বপূর্ণ মামলায় ব্যস্ত | তাই পরে শুনানির দিন ধার্য করা হবে |