নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর :- বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ,পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মৃত্যু এক নাবালিকার | গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু | তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে | জানা গিয়েছে নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর-১ গ্রাম পঞ্চায়েতের জাদুবাড়ি চক এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে | ওই পরিত্যক্ত বাড়িটি জাকির শা নামে এক ব্যক্তির | শুক্রবার রাতে এলাকার তিনটি শিশু লুকোচুরি খেলতে গিয়ে ওই বাড়িতে ঢোকে | সেখানেই বল ভেবে একটি গোলাকার বস্তুকে হাতে তুলতেই ভয়ঙ্কর শব্দে সেটি ফেটে যায়, বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা | তিন শিশুর চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাড়ির লোকজন | প্রতিবেশীরাও ভিড় করেন | তাঁরাই ওই ৩জনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান | যদিও বছর দশের এক আহত নাবালিকা রাতেই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায়| বাকি দু’জনের মধ্যে একজনের মাথায় চোট লাগে | অপরজনের আঘাত গুরুতর,পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে| পায়ে ব্যান্ডেজের পাশাপাশি অক্সিজেনও দিতে হচ্ছে তাকে | এই ঘটনায় কালীচরণপুর অঞ্চল প্রধান শেখ সোয়েব গাজি বলেন, ‘আমার অঞ্চলের মধ্যেই জাদুবাড়ি চক এলাকা পড়ে | শুক্রবার সন্ধ্যায় সেখানে এক অঘটন ঘটে | যে বাড়িতে ঘটনাটি ঘটে তা জাকির শা-এর বাড়ি | বাড়ির মালিক অনেকদিন ধরেই এখানে থাকেন না | বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে | সেখানে কেউ বা কারা বোমা রেখে যায় | ছোট বাচ্চারা খেলতে গিয়ে সেটিকে হাতে তুলে ফেলে | ওরা যেহেতু বাচ্চা বোমা না বল তা বুঝতে পারেনি | এরপরই বোমাটি হাত থেকে মাটিতে পড়ে গিয়ে বিস্ফোরণ হয় | এভাবে একটা অঘটন হয়ে গিয়েছে | যে বা যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক |’