Breaking News

‘বাহুবলীর দাপটে ত্রস্ত বিশ্বভারতী’,নাম না করে অনুব্রতকে কটাক্ষ হেনে বিতর্কে বিদ্যুৎ!

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- বিশ্বভারতী নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না | নাম না করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘বাহুবলী’ বলে কটাক্ষ করে ফের বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী | কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল, বহিরাগত উস্কানির জেরেই বার বার অশান্ত হয়ে উঠছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় | কিন্তু বাস্তব ঘটনা কিন্তু অন্য কথাই বলছে | অভিযোগ উঠেছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী গত বৃহস্পতিবার বিশ্বভারতীর সমস্ত ভবনের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং আধিকারিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন | ওই ভার্চুয়াল বৈঠকে বিদ্যুৎ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের নাম না করে তাঁকে ‘বাহুবলী’ বলে কটাক্ষ করেন | সঙ্গে তাঁর অভিযোগ, অনুব্রতের জন্যই বিশ্বভারতী কর্তৃপক্ষ থানায় বিভিন্ন চুরির বিষয়ে অভিযোগ জানাতে পারছেন না | বৈঠকে বিদ্যুৎ জানিয়েছেন, অনুব্রতের জন্যই নাকি বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা| বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তাকর্মীরা থানায় অভিযোগ করতে নিষেধ করেন কর্তৃপক্ষকে | কারণ অনুব্রতের কাছে নাম চলে গেলে তাঁরা এলাকায় টিকতে পারবেন না বলে দাবি করেছেন উপাচার্য | এর পরই বিশ্ববিদ্যালয়ে চুরি আটকাতে ভবনগুলিকেই দায়িত্ব নিতে হবে বলেও জানিয়ে দেন তিনি | তবে অনুব্রত মণ্ডলের নাম না নিয়ে তাঁকে ‘বাহুবলী’ বলে কটাক্ষ হানার থেকেও বড় বিতর্ক বেঁধেছে বিশ্বভারতীর অধ্যাপকদের চোর, ধান্দাবাজ বলে কটাক্ষ করায় | অভিযোগ, বৃহস্পতিবারের বৈঠকে বিদ্যুৎবাবু বলেন, ‘সঙ্গীত ভবনে বিখ্যাত কীর্তনিয়া সুমন ভট্টাচার্যের চাকরি হয়েছে আমার জন্য | তাঁকে সঙ্গীত ভবনের অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকারা পছন্দ করতেন না |’এখন দেখার বিষয় এই বিতর্কের জল কতটা গড়ায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *