প্রসেনজিৎ ধর, কলকাতা :- নতুন ইভিএমে ভোট হতে পারে ভবানীপুরে, এমনটাই জানা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে | একুশের বিধানসভা নির্বাচনে এই নতুন ইভিএমেই ভোট হওয়ার কথা ছিল | কিন্তু শেষ মুহূর্তে তা হয়নি, সেগুলিকে রিজার্ভে রাখা হয়েছিল | এবার বাক্স খুলে বার করা হয়েছে একেবারে নতুন এই ইভিএম | একদফা পরীক্ষাও হয়েছে সেগুলির | কমিশন সূত্রে জানা গিয়েছে এক হাজারটি করে মক পোল হয়েছে ওই ইভিএমে | পরীক্ষার ফল সন্তোষজনক | তবে আগামী সপ্তাহে আবারও মক পোল হবে তাতে | কমিশন সূত্রে জানা যাচ্ছে, আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর পরপর তিনদিন ফের ওই নতুন ইভিএম-এর পরীক্ষা চলবে | সবকিছু ঠিকঠাক থাকলে ভবানীপুর উপনির্বাচনে এই নতুন ইভিএমে হবে প্রথমবার ভোটগ্রহণ | কমিশন সূত্রে খবর, ইভিএম নিয়ে এবার বাড়তি সতর্ক তাঁরা | কারণ একুশের ভোটে হাই ভোল্টেজ নন্দীগ্রামে ইভিএম নিয়ে নানান অভিযোগ তুলেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস | দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ও বারবার তোপ দেগেছেন ইভিএম নিয়ে | এই বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৮৭, তাই ৩০০-র বেশি ইভিএম মজুদ করা হয়েছে স্ট্রং রুমে। কারণ সমস্যা হলে, দ্রুত ইভিএম পাল্টে দেওয়া যাবে। শাসকদলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সহকর্মীরা যাঁরা ভোটের দায়িত্বে আছেন, তাঁরা প্রত্যেকটা ইভিএম ইউনিট এবং ভিভি প্যাড যন্ত্র দেখে নেবেন | যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ এই মেশিন ভাল করে দেখে নিতে হবে | এবার ভবানীপুরেও যাতে ইভিএম নিয়ে কোনও রকম কারচুপি না হয়, সেটা দেখতে বুথের এজেন্ট ও গণনাকেন্দ্রের কর্মীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব |