Breaking News

ফ্ল্যাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ও তাঁর মায়ের দেহ,চাঞ্চল্য সোদপুরে, তদন্তে পুলিশ!

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- উত্তর ২৪ পরগণার সোদপুর কেয়ার মোড় সংলগ্ন একটি আবাসনে থেকে উদ্ধার মা ও ছেলের দেহ | শুক্রবার রাতে মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা | এরপর খড়দহ থানার পুলিশ এসে মা কামনা সিংহ (৬৭) ও ছেলে দত্রাত্রেয় সিংহ (২২)-এর দেহ উদ্ধার করে | কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ | মৃত্যুর আগে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বন্ধুকে ফোন করে বলেছিলেন, আর বাঁচতে চান না | সেই ফোন পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন এক বন্ধু ও এক বান্ধবী | তাঁরা ফ্ল্যাটে এসে ডাকাডাকি শুরু করলেও কোনও সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের বিষয়টি জানান | প্রতিবেশীরা এসে দরজায় সজোরে ধাক্কা মেরে ভিতরে ঢুকতেই চমকে যান | দেখেন একটি ঘরের মেঝেতে পড়ে রয়েছেন প্রৌঢ়া| আর পাশের ঘরে ঝুলছে তাঁরই ছেলের দেহ | মা আর ছেলের এহেন মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর মহকুমার পানিহাটি পুরসভার কেয়া মোড়ের কাছে একটি আবাসনে | ওই আবাসনের একতলার একটি ফ্ল্যাটেই ঘটেছে এই ঘটনা | প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মাকে খুন করেই আত্মঘাতী হয়েছে ছেলে। পুলিশ দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে | জানা গিয়েছে, প্রায় ১৪ বছর আগে দত্তাত্রেয়র বাবা সুবেশ সিংহের মৃত্যু হয়| দত্তাত্রেয়র মা কামনা দেবী অরুণাচল প্রদেশের একটি স্কুলের শিক্ষিকা ছিলেন | তাই দত্তাত্রেয়র ছেলেবেলাও কেটেছে অরুণাচলেই। তবে মাঝে মধ্যে তাঁরা এ রাজ্যে এলে সোদপুরের পুরনো পোস্ট অফিসের কাছে একটি ফ্ল্যাট কিনে সেখানেই থাকতেন| বছর আটেক আগে তাঁরা পাকাপাকিভাবে সোদপুরে চলে এসে কেয়া মোড়ে ফ্ল্যাট কিনে থাকা শুরু করেন | পুরনো পোস্ট অফিসের কাছে যে ফ্ল্যাট | পরিজনদের অভিযোগ, সোদপুর পুরনো পোস্ট অফিসের সামনের ফ্ল্যাটটি কেনার নামে ২০১৬ থেকে এক ব্যক্তি সেটি দখল করে রেখেছেন | তিনি কোনও মতেই ফ্ল্যাটটি ছাড়ছেন না| এদিকে দত্তাত্রেয়ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে চাকরির চেষ্টা করছিল | কিন্তু তা না পাওয়ায় আর্থিক টানাটানির মুখে পড়েছিলেন তাঁরা | শুক্রবার দেহ দু’টি উদ্ধারের পরে মোবাইল থেকে পাওয়া নম্বর দেখে বিহারের এক আত্মীয়কে প্রথমে খবর দেয় পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *