Breaking News

ফের লকগেট মেরামতি, রবিবার থেকে ৫ দিন বন্ধ থাকবে যান চলাচল!

প্রসেনজিৎ ধর :- লকগেট মেরামতির জন্য ৫ দিন আংশিক বন্ধ থাকবে দুর্গাপুর বারাজের ওপরের রাস্তা | আজ রবিবার থেকে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেরামতি | সেচ দফতরের তরফে জানানো হয়েছে ব্যারাজের ৭ নম্বর লকগেটটি বদলানো হবে| তবে জরুরি পরিষেবার জন্য ছাড় দিয়েছেন আধিকারিকরা |সেচ দফতরের তরফে জানানো হয়েছে, ব্যারাজের ৩৪টি লকগেটের মধ্যে ১০টি ইতিমধ্যে বদলানো হয়েছে | এবার শুরু হচ্ছে ৭ নম্বর লকগেট বদলানোর কাজ | সেজন্য রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোজ রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্যারাজের ওপরের রাস্তা বন্ধ থাকবে | তবে অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়ি ছাড় পাবে | দুর্গাপুরের সঙ্গে বাঁকুড়া জেলার সংযোগরক্ষাকারী প্রধান সড়ক এটি | যার ফলে সড়ক বন্ধের জেরে ভোগান্তির আশঙ্কা ছিল | তবে সড়ক রাতে বন্ধ হওয়ায় অতটা সমস্যা হবে না বলেই জানাচ্ছেন স্থানীয়রা| এর আগে জুলাই মাসেও ৫ দিনের দুর্গাপুর ব্যারাজে আপতকালীন পরিষেবা ছাড়া যান চলাচল বন্ধ রেখেছিল প্রশাসন | আগের বার ২২ ও ১৭ নম্বর লকগেটটি নতুন করে বসানো হয়েছিল | কয়েক মাসের ব্যবধানে ফের বন্ধ হতে চলেছে দুর্গাপুর ব্যারাজ|দুর্গাপুর ব্যারাজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এমনিতে তিন দিনেই কাজ হয়ে যাওয়ার কথা | তবে বেশি বৃষ্টি হলে জলের চাপ বাড়লে বেশি সময় লাগতে পারে | আশা করি ৫ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *