দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়ের পরে এবার মানস ভুঁইয়া| আইকোর চিটফাণ্ড মামলায় এবার মানসবাবুকে তলব করলো সিবিআই | আগামিকাল তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে | প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে বিধানসভা নির্বাচনের সময়ে সিবিআইয়ের তরফে এই মামলার সূত্রেই মানসবাবুকে ডেকে পাঠানো হয়েছিল | কিন্তু তখন তিনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি | প্রসঙ্গত, আইকোরের বেশ কিছু অনুষ্ঠানে মানসবাবুকে হাজির থাকতে দেখা গিয়েছিল | আইকোর কর্তা অনুকূল মাইতি মানসবাবু সম্পর্কে বেশ কিছু তথ্য সিবিআইকে জানিয়ে গিয়েছেন বলেই সূত্রে জানা গিয়েছে| সেই সূত্রেই সিবিআই মানসবাবুকে জিজ্ঞাসাবাদ করে দেখতে চায় যে তাঁর সঙ্গে আইকোরের কী সম্পর্ক ছিল | সিবিআই সূত্রে জানা গিয়েছে, মানস ভুঁইয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে| বছর দশেক আগে কলকাতায় তিনি সেই সংস্থার অনুষ্ঠানে আইকোর সংস্থার মালিককে সংবর্ধনা দেন | পরে ওই লগ্নি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন |একই সঙ্গে সিবিআই কুণাল ঘোষের একটি চিঠিকে এক্ষেত্রে হাতিয়ার করতে চলেছে বলে জানা গিয়েছে | জেলে থাকাকালীন সময়ে কুণাল ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিয়েছিলেন | সেই চিঠিতে তিনি দাবি করেন, তাঁর কাছে থাকা ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, মানসবাবু ও বাকিরা আইকোরের প্রশংসা করে সেই সংস্থায় বিনিয়োগে উৎসাহিত করছেন | তাই আইকোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই ব্যক্তিদের বিরুদ্ধে যেন তদন্ত করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা | যদিও পরবর্তীকালে কুণালবাবু জেল থেকে বেড়িয়ে দাবি করেন, ‘সিবিআইয়ের কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমি শাহকে চিঠি লিখেছিলাম ২০১৩ সালে গ্রেফতারের অব্যবহিত পরে | সেই চিঠির জবাব আমাকে পাঠানো হয়েছিল ২০২০ সালের মাঝামাঝি |’ যদিও সিবিআই সূত্রে জানা গিয়েছে, কুণালের চিঠিকে হাতিয়ার করেই এখন তাঁর কাছ থেকেও মানসবাবুর ওই ভিডিও চেয়ে পাঠানো হতে পারে | সেই সূত্র ধরেই সিবিআই তলব করেছে মানসবাবুকে |