নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আবার পিছিয়ে গেল ভবানীপুর উপনির্বাচন মামলার শুনানি | ভবানীপুরেই কেন শুধু উপনির্বাচন হচ্ছে? এই প্রশ্ন তুলে মামলা করা হয়েছিল | এমনকী এই মামলার দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন মামলাকারীর আইনজীবী | কিন্তু আদালত আজ জানিয়ে দেয় আগামী ২৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে | শুধুমাত্র ভবানীপুরে কেন উপনির্বাচন হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব | সেই উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে | হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় | তিনি প্রশ্ন তোলেন, কেন রাজ্যের মুখ্যসচিব কেবলমাত্র একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্যই নির্বাচন চাইলেন? যদিও এই প্রশ্ন আদালত সওয়াল–জবাব প্রক্রিয়ার মাধ্যমেই শুনতে চেয়েছেন | প্রসঙ্গত , গত ১৩ সেপ্টেম্বর প্রথম এই মামলার শুনানি ছিল | সেখানে দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল। যদিও তা খারিজ হয়ে যায় | রাজ্যে একাধিক আসনে উপনির্বাচনের প্রয়োজন হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভবানীপুর নিয়ে কেন চিঠি দিলেন মুখ্যসচিব? কে মুখ্যমন্ত্রী হবেন, তা কি মুখ্যসচিব ঠিক করতে পারেন? এই প্রশ্ন তোলেন মামলাকারী | ওই মামলার দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারী | কারণ এই মামলায় দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে আদালত মনে করে না| আজও একই আর্জি করা হয়েছিল | আজও আদালত নিজের অবস্থানেই অনড় থাকে | আর পরবর্তী শুনানির দিন ধার্য করে দেওয়া হয় | দ্বিতীয়বারও সেই আরজি গৃহীত হল না | পরিবর্তে আরও পিছিয়ে গেল শুনানি | মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ সেপ্টেম্বর |