প্রসেনজিৎ ধর, কলকাতা :- রবিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টির জেরে শহর থেকে জেলা জলের তলায়|সোমবার তাঁর সংসদীয় কেন্দ্র পরিদর্শন করেন সৌগত রায় | পরনে একেবারে সাদামাটা পোশাক,হাফহাতা সাদা ফতুয়া ও লুঙ্গি | এলাকার কয়েকজন বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন |সৌগত রায় থাকেন দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে | রাতভর বৃষ্টিতে এই এলাকাও জলমগ্ন | রাস্তাঘাট জলের তলায়,যান চলাচল কার্যত বন্ধ | যাদের ঘরের বাইরে না বেরলেই নয়, তারা কার্যত বাধ্য হয়েই জল ভেঙে গন্তব্য গিয়েছেন | সাংসদ সৌগত রায়েরও এদিন কয়েকটি কাজ ছিল | কিন্তু বৃষ্টির জেরে তিনি সেই কর্মসূচি বাতিল করেছেন | বেলার দিকে তিনি এলাকা পরিদর্শন করতে বাড়ি থেকে লুঙ্গি আর ফতুয়া পরে বেরিয়ে পড়েন |
এদিন সৌগত রায় বলেন, “ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির সামনে হাঁটু জল | দু’তিনটে কাজ বাতিল করতে হল | খড়দায় যাওয়ার ছিল তা বাতিল করতে হবে |” যদিও সাংসদের কর্মসূচির কথা জানতেন বলে তাঁর নিরাপত্তারক্ষী এদিন দুর্যোগ উপেক্ষা করে চলে আসেন | তার জন্য সৌগত রায় তাঁর নিরাপত্তারক্ষীকেও ধন্যবাদ দিয়েছেন | সৌগত রায়ের এই ছবি মনে করিয়ে দিচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি | ঘাটালের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | হাঁটুজলে পথে নামতে দেখে অনেকেই আপ্লুত | তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এইভাবেই আজ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন | ঘুরে দেখেন এলাকার পরিস্থিতি | পাড়ার দাদাকে পাশে পেয়ে অনেকেই অভিযোগ জানান সৌগতবাবুর কাছে |