Breaking News

এবার মন খুলে কাজ করতে পারব, মন ভরে গান করতে পারব, দিদির সঙ্গে সাক্ষাৎ সেরে বললেন বাবুল সুপ্রিয়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় | দলবদলের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই প্রথমবার মুখোমুখি সাক্ষাৎ হল সোমবার দুপুরেই| এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হওয়ার পরই ঝালমুড়ি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা | উত্তরও দিলেন আসানসোলের সাংসদ | তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমিও মুড়ি খেতে খুব ভালবাসি | তবে সাদা মুচেমুচে মুড়িতে ইউরিয়া থাকে | এতে ওজনও বাড়ে | তাই মুখ্যমন্ত্রী তাঁকে পরামর্শ দিয়েছেন গ্রামের ছোট চালের মুড়ি খেতে | আপ্লুত বাবুল জানিয়ে দেন, এবার মুখ্যমন্ত্রীর কথা শুনে তিনি সেই মুড়িই কিনবেন | এছাড়া বাবুল জানিয়েছেন, তাঁকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান তৃণমূলনেত্রী এবং বাবার জন্য ঘড়িও উপহার দিয়েছেন এছাড়াও বাবুল অকপটে জানান, আমি চাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে প্রধানমন্ত্রী হন | একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউই অস্বীকার করতে পারবেন না যে, মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধানমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে |
পাশাপাশি বাবুলকে মনের আনন্দে গান গাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী | তৃণমূল নেত্রী তাঁকে যে গান গাইতে বলবেন, তিনি সেই গানি গাইবেন তিনি| এদিন বাবুল বলেন, ‘আমি অত্যন্ত অনুরাগের সঙ্গে কথা বলেছি | অনেকক্ষণ ছিলাম| কথা হয়েছে | অন্য জায়গা থেকে এসেই এতটা ভালোবাসা পেলে ভাল লাগে | আমার ওপর ভরসা রাখা হয়েছে | দিদির ও অভিষেকের উষ্ণ ব্যবহার খুব ভালো লেগেছে | আমার মনে হয় আমি আগামিদিনে ভালো কাজ করতে পারবো |’ তবে তৃণমূলে তাঁর ভূমিকা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন বাবুল | বলেন, ‘দলে আমার কী ভূমিকা হবে সেটা সম্পূর্ণ দিদির এক্তিয়ার | উনি যখন ঠিক মনে করবেন তখন বলবেন|’ সংবাদমাধ্যমকে বাবুল বলেন, ‘আমার মনে হয় আমি মন খুলে কাজ করতে পারবো | মন ভরে গান করতে পারবো|’প্রসঙ্গত, বিজেপির সংস্রব ত্যাগের পর গত শনিবার তৃণমূলে যোগদান করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *