প্রসেনজিৎ ধর, কলকাতা :- এর মধ্যেই বাবুল সুপ্রিয় তিনি সাংসদ পদে ইস্তফা দেবেন | কারণ তিনি এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন | নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন | সাংবাদিক বৈঠকে বলেছিলেন, মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন | তাই তিনি রাজনীতির জীবন যেখানে থামিয়ে দিতে চেয়েছিলেন, সেখান থেকে সরে এসে কাজ করতে চাইছেন | আর সেই সুযোগ দিয়েছেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|তবে আজ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নৈতিকভাবে তিনি অন্যদের তুলনায় ভালো অবস্থানে রয়েছেন এবং আসানসোলের সাংসদপদ ত্যাগ করবেন | হঠাৎ তাঁর এই রাজনৈতিক সিদ্ধান্তে বিজেপির অন্দরেও অস্বস্তি রয়েছে | তাই তো কলকাতায় পা রেখে নয়া রাজ্য সভাপতি বলেছিলেন, ‘বাবুল সুপ্রিয় দলে থাকলে ভাল হতো |’ শুভেন্দু অধিকারী বলেছেন, বাবুল জননেতা নন | দলে কোনও প্রভাব পড়বে না |তবে বাবুল সুপ্রিয় বারবার বলেছেন, আগেও তিনি কাজ করতে চেয়েছিলেন | এখনও তিনি মানুষের জন্য কাজ করতে চান | কারণ সেটাই তিনি করতে ভালোবাসেন | বুধবার একটি টুইট করেছেন বাবুল সুপ্রিয়, যা নিয়ে শুরু হয়েছে চর্চা |
সেখানে গুজরাতের মন্ত্রীদের নিদর্শন তুলে ধরে তিনি বলেছেন, পদ থেকে সরিয়ে দেওয়ার আগে তাঁরা যা কাজ করেছেন তার থেকে অনেক বেশি কাজ করেছেন তিনি | সেই প্রমাণও আছে| বাংলায় তার রাজনৈতিক যুদ্ধের সব নিদর্শন লোকচক্ষুর সামনেই রয়েছে | এই টুইটে তিনি মনে করিয়ে দেন, তিনি চুপ করে বসে থাকতে রাজি নন | কোনও কাজ না করে মানুষের টাকা বেতন হিসেবে নেবেন না | এমনকী সাংসদের জন্য নির্ধারিত কোনও সুযোগ–সুবিধাও তিনি নেবেন না |