দেবরীনা মণ্ডল সাহা :- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক এখনও থামেনি| আদালতের হস্তক্ষেপে অচলঅবস্থা কেটেছে বিশ্বভারতীতে | ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিশ্বভারতী | এর মাঝেই আচমকা কদিনের ছুটি নিয়ে দিল্লি উড়ে গেলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী | বুধবার থেকে পাঁচদিনের ছুটি নিয়েছেন তিনি | তাই হঠাৎ কেন ছুটি নিলেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন | এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে| আচমকাই বুধবার বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর অবধি টানা ছুটিতে থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী | আর এই ছুটি নিয়েই সোজা দিল্লি যাচ্ছেন | এই কদিন বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় দায়িত্ব সামলাবেন তারাপ্রসাদ চট্টোপাধ্যায় | টানা পাঁচদিন বিশ্বভারতীর উপাচার্যের ছুটিতে যাওয়ার বিষয়ে কৌতুহল তৈরি হয়েছে পড়ুয়াদের মনে | কারণ এটা কি কেন্দ্রীয় তলব? নাকি নিজে থেকেই ড্যামেজ কন্ট্রোল করতে যাচ্ছেন তিনি? এই প্রশ্নও ঘোরাফেরা করছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে | বিশ্বভারতীর ওয়েবসাইটে উপাচার্যের ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে | সূত্রের খবর, তিনি নয়াদিল্লি থেকে ডাক পেয়েছেন | তাই এই জরুরি ছুটি|সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্বভারতীর এই অচলাবস্থা ও আদালতের হস্তক্ষেপ সহ সমস্ত বিষয়টি আচার্য প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে জানাবেন তিনি| সংশ্লিষ্ট দফতরের কাছে অভিযোগও জমাতে বৈঠকে হাজির থাকার কথা বিদ্যুৎ চক্রবর্তীর | কেন্দ্রীয় শিক্ষাদফতরের ডাকেই দিল্লি যাত্রা বলে জানা গিয়েছে উপাচার্যের ঘনিষ্ঠমহল সূত্রে | তিন পড়ুয়ার সাসপেন্ড নিয়ে বিশ্বভারতীতে শুরু হয় আন্দোলন | গত ২৭ অগস্ট থেকে ঘেরাও করা হয় উপাচার্যের ঘর। যার ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী | রাজ্য পুলিশের নামে অভিযোগ জানান তিনি| তারপরেই সমস্ত পক্ষের কথা শুনে অচল অবস্থা কাটাতে একগুচ্ছ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট | ক্লাসে ফেরেন সাসপেন্ড পড়ুয়ারা | ঘেরাও মুক্ত হয় উপাচার্য |