Breaking News

টানা বৃষ্টির জেরে বালি ব্রিজে ধস, ধীর গতিতে চলছে যান চলাচল!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- টানা বৃষ্টির জেরে বালি ব্রিজে ধস নামল | দক্ষিণেশ্বর থেকে বালিগামী রাস্তার বাঁ-দিকে প্রায় ১০০ মিটার অংশের নিচের মাটি সরে গিয়েছে | ঘটনাস্থলে গিয়েছেন পূর্ত দফতরের পদস্থ কর্তারা| গতকাল রাতে বিষয়টি নজরে আসে গাড়ি চালকদের, সাথে সাথেই খবর দেওয়া হয় কর্তব্যরত স্থানীয় পুলিশ কর্মীদের | এরপর আজ সকাল থেকে পিডাব্লুডি-র উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ধস কবলিত এলাকায় মেরামতির কাজ শুরু করা হল | দক্ষিণেশ্বরের দিক থেকে বালি ব্রিজে ওঠার রাস্তার বাঁ-দিকে প্রায় ১০০ মিটার অংশে ব্রিজের নীচের মাটি সরে গিয়েছিল | বিষয়টি নজরে আসে ডানলপ ট্রাফিক গার্ডের কর্মীদের | সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্ত দফতরের আধিকারিকদের |
টানা দু’ দিনের বৃষ্টির জেরেই ব্রিজের নীচের অংশের মাটি ধুয়ে গিয়েছে বলে অনুমান | ধস কবলিত এলাকায় বালির বস্তা ও শাল গাছের খুঁটি পুতে মেরামতির কাজ শুরু হয়েছে | আপাতত ওই অংশ ঘিরে রেখে একমুখী যান চলাচলের ব্য়বস্থা করেছে দক্ষিণেশ্বর ট্রাফিক গার্ড | ফলে বালি ব্রিজ চত্বরে যানজটের সৃষ্টি হয়েছে | এই ব্রিজটি উত্তর ২৪ পরগণার সাথে হাওড়া হুগলির যোগাযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ এক সড়ক | প্রশাসনের উদ্যোগে দক্ষিণেশ্বর দিক থেকে বালির দিকে যাওয়ার যানবাহন যথেষ্টই ধীরগতিতে চলছে | রাস্তার একদম পাশে ধস দেখা গিয়েছে, ফলে যানবাহন চলাচলের কোন সমস্যা আপাতত হচ্ছে না, তবে বিপত্তি ঠেকাতে গাড়িগুলি ধীর গতিতে চলছে | পূর্ত দফতর সূত্রে খবর, সময়মতো ধসের খবর পাওয়া যাওয়ায় বড় দুর্ঘটনা বাঁচানো গিয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *