দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বঙ্গোপসাগরের নিম্নচাপ পিছু ছাড়ছে না |যার জেরে নতুন করে বৃষ্টি বাড়বে | ভাসতে পারে শহর থেকে জেলা | এই বিষয়ে নবান্ন থেকে জারি করা হয়েছে বিশেষ বুলেটিন | আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরই নবান্ন থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে| নবান্ন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২২ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর মারাত্মক বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে | নবান্নে অনুষ্ঠিত বৈঠকে বুধবার মুখ্যসচিব জেলাশাসকদের নির্দেশ দেন ত্রাণ সামগ্রী তৈরি রাখার জন্য | বৃষ্টি বাড়তে পারে | চলতে পারে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর | এমনিতেই শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জল জমেছে | আর ২৬ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চললে জল আরও বাড়বে | বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে | সেই কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলায় আপৎকালীন বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী | বুধবারের বৈঠকে দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন | এছাড়াও সেচ দফতরের আধিকারিক ও পুরসভার কমিশনারও উপস্থিত ছিলেন | নবান্ন সূত্রে খবর, বৈঠকে বিপর্যয়ের কথা মাথায় রেখে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব | প্রতিটি জেলার মধ্যে সুসংহত ব্যবস্থা তৈরি রাখার নির্দেশও দিয়েছেন তিনি | নবান্ন সূত্রে খবর, ত্রাণ শিবিরের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নদী বা সমুদ্রের তীরে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে | কোনও প্রাণহানি যেন না হয়,সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী | বিশেষ করে ৩০ সেপ্টেম্বর ভোট রয়েছে যে এলাকায় সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের | মুর্শিদাবাদ ও কলকাতা জেলার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে ভোট গ্রহণ কেন্দ্র-সহ স্ট্রং রুমের জন্য | ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের কথা মাথায় রেখে কলকাতা পুরসভার কমিশনার বিবেক কুমারকে মুখ্যসচিব আলাদা করে নির্দেশ দিয়েছেন|