Breaking News

মর্মান্তিক বাস দুর্ঘটনা, পরিযায়ী শ্রমিক নিয়ে নয়ানজুলিতে বাস, মৃত ৬ পরিযায়ী শ্রমিক!

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- বুধবার গভীর রাতে রায়গঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনা | নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস | বাসটিতে ছিলেন পরিযায়ী শ্রমিকরা | এখনও পর্যন্ত মৃত ছয়,আশঙ্কাজনক ৩ জন | আহতরা রায়গঞ্জ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন |বাসের বেশিরভাগ যাত্রীই তখন ঘুমিয়ে ছিলেন | বাসে ছিলেন প্রায় ৫০ জন যাত্রী | জানা গেছে, রাত সাড়ে ১১টা নাগাদ ওই দুর্ঘটনা আর তার জেরে যাত্রীদের আর্তনাদ শুনে আশেপাশের লোকেরাই এগিয়ে আসেন তাঁদের উদ্ধার করতে | বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের বেশির ভাগকেই তাঁরা উদ্ধার করেন | পরে পুলিশ এসেও উদ্ধারের চেষ্টা চালায় | দুর্ঘটনায় এখনও অবধি ছ’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে | তিন জন আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন | পুলিশ জানিয়েছে, বাসের মধ্যেই পাঁচ জন মৃত অবস্থায় ছিল | অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় |স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক চার লেনের করার কাজ দীর্ঘ সময় ধরে চলছে | তার জেরেই চার লেনের জাতীয় সড়ক এখন পরিণত হয়েছে দুই লেনের রাস্তায় | ফলে নিত্যদিনের যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে | বুধবার রাতের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের গতি বেশি ছিল | তার ওপর দ্রুত ওভারটেক করতে গিয়ে নরম মাটিতে চাকা পিছলে যায় বাসটির | আর তখনই তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পড়ে নয়ানজুলিতে| তবে দুর্ঘটনায় আহত এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, বাসচালক মত্ত অবস্থায় ছিলেন | জানা গিয়েছে নিহতেরা বিহারের সাহেবগঞ্জের বাসিন্দা | খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী | যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্দারকার্য | পুলিশ ক্রেন দিয়ে কাদায় আটকে থাকা বাসকে টেনে তোলে | রাত দেড়টা নাগাদ জখমদের দেখতে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে আসেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এবং রায়গঞ্জ পুলিশ সুপার সানা আখতার-সহ পুলিশ আধিকারিকরা | মৃত এবং আহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা শুরু করেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *