প্রসেনজিৎ ধর, কলকাতা :- তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল কড়েয়া থানার অন্তর্গত আহিরিপুকুর এলাকা | বৃহস্পতিবার এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে | বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ ভেঙে পড়ে | আর তার জেরে গুরুতর আহত হয় চারজন বলে খবর | আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে | এই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ | কড়েয়া থানা এলাকার ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেনের বাড়িতে এই বিস্ফোরণ হয় | ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা | ঘড়ির কাঁটা তখন সকাল সাড়ে ৬টার আশেপাশে | সেই সময়েই তীব্র শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটল কড়েয়া থানার বেকবাগানের আহিরিপুকুর ফার্স্ট লেনের এক বহুতলে | বিস্ফোরণের তীব্রতায় কার্যত কেঁপে ওঠে ওই বহুতল | পাঁচতলা ওই বহুতলের একতলায় থাকেন জাপান দূতাবাসের কর্মী আনন্দ দাস | এদিনের বিস্ফোরণের ঘটনার জেরেই কার্যত হকচকিয়ে যান এলাকার বাসিন্দারা | এরপরেই তাঁরা দৌড় দেন ওই বহুতল লক্ষ্য করে | গিয়ে দেখেন বহুতলের একটি পাঁচিল ভেঙে গিয়েছে | বহুতলের ভিতরে একতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আনন্দ দাস, তাঁর স্ত্রীকিরণ দাস, ছেলে শিবম দাস, ভাইঝি ভূমি চৌধুরী | স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী, ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিমও |
সেই সময় বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া বার হতেও দেখেন তাঁরা | তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি| পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরণের ফলেই দেওয়াল ভেঙেছে | আবাসন ও আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ | এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে | দেওয়াল ভেঙে পড়ায় আবাসনের অন্য কোথাও কোনও ক্ষতি হয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ | তবে তদন্তকারীরা জানিয়েছেন, বাড়ির গ্যাসের সিলিন্ডার একেবারেই নিরাপদে রয়েছে | অর্থাৎ সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেনি| যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ইতিমধ্যেই সিল করে দিয়েছে পুলিশ | দেওয়ালের একাংশ ফেটে বেরিয়ে পড়েছে | ভেঙে পড়েছে ছাদের চাঙড়ও; যেহেতু এই এলাকা অত্যন্ত ঘিঞ্জি তাই এই বাড়ির পিছনের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে | কড়েয়া থানা এলাকার এই ঘটনায় আতঙ্কিত প্রায় সকলেই | পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে |