প্রসেনজিৎ ধর :- সামশেরগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | কয়লা কাণ্ডে বারবার তাঁকে এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে | এই বিষয়েই আজ তিনি বলেন, ‘বিজেপির দুই ভাই ইডি এবং সিবিআই|’ অর্থাৎ এই দুই সংস্থা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে চলছে বলে বার্তা দেন তিনি | পাশাপাশি অভিষেক বৃহস্পতিবার বলেন, ‘যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে আমরা সেখানে গিয়েই লড়ব | এবার ত্রিপুরাতে বিজেপি সরাকারের পতন অনিবার্য, তৃণমূল সেখানে জিতবে |’ এরপরই তিনি বলেন, ‘ইডি-সিবিআই দেখিয়ে ভয় ধরানো যাবে না | তৃণমূল হল বিশুদ্ধ লোহা |’ আবার ২০২৪ সালে লোকসভা নির্বাচন | ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার থেকে বার্তা দিয়েছেন, বাংলা বামশূন্য, এবার লক্ষ্য বিজেপিমুক্ত দেশ | তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে | তাই সামশেরগঞ্জের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কংগ্রেসই পারে দিল্লিতে বিজেপিকে উৎখাত করতে|’ এদিন কংগ্রেসকেও নিশানা করেন অভিষেক | তাঁর কটাক্ষ,’সিপিএমের সঙ্গে গোপন আঁতাত করেছেন আপনারা, হেরে যাবেন | মুর্শিদাবাদে কংগ্রেস হারবে আর তৃণমূল হারাবে |’অধীর চৌধুরীকেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ | জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোটে তৃণমূলই নেতৃত্ব দেবে সেকথাও স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক |