দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর মৃত্যু নিয়ে নিন্দনীয় রাজনীতি বিজেপির | মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার | মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে রাস্তার উপর বসে পড়ে অবরোধ শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি | সঙ্গে ছিলেন অর্জুন সিং, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল | মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিশৃঙ্খলা তৈরি হয়,সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী, আইপিএস আকাশ মেঘারিয়াও | দ্রুত বিজেপি নেতাদের সরিয়ে দেওয়া হয় |করোনাকালে পুলিশ তাঁদের মিছিল ঘুরিয়ে নিতে বললে পুলিশের সঙ্গেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন একাধিক বিজেপি নেতা | রাজ্য বিজেপির দায়িত্ব নেওয়ার পরই বুধবার ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়েই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন সুকান্ত মজুমদার | এদিনও ফের অশান্তির নেতৃত্বে ছিলেন তিনিই | বুধবার মারা যান দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী মানস সাহা | বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় আহত হয়েছিলেন তিনি| ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরেই চলছিল চিকিৎসা | মাঝে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে |
সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন | বিজেপির অভিযোগ, এফআইআরে তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই | চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ |বিজেপি নেতারা তাঁর মৃতদেহ নিয়ে মিছিলের পরিকল্পনা করেন |সন্ধে নাগাদ মানস সাহার মৃতদেহ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হয় | মিছিলটি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতেই তা আটকায় পুলিশ | বিজেপি নেতাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের | সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন | মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা অর্থাৎ হাই সিকিউরিটি জোনের নিরাপত্তার কথা ভেবে পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করে| ঘটনাস্থলে পৌঁছে যান ডিসি, সাউথ আকাশ মেঘারিয়া | তাঁর উপস্থিতিতে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে | বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধেই পালটা অভিযোগে সরব হয়েছেন |