Breaking News

মালদহের হরিশ্চন্দ্রপুরে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বন্যাত্রাণের টাকা আত্মসাৎ,তৃণমূল নেতাকে গণ ধোলাই!

অভিষেক সাহা,মালদহ :- ভুয়ো অ্যাকাউন্ট খুলে বন্যাত্রাণের টাকা আত্মসাৎ,তৃণমূল নেতাকে গণ ধোলাই| পুলিশের সামনেই গণপিটুনির শিকার ওই নেতা আবার তৃণমূল গ্ৰাম পঞ্চায়েতের মহিলা সদস্যের স্বামী | পুলিশ সেই নেতাকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয় | মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরোই গ্ৰাম পঞ্চায়েতের চোপালমোড় এলাকায় তীব্র উত্তেজনা| আক্রান্ত তৃণমূল নেতা কুণালকান্তি দাস | খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ |গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ | পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা | জানা গিয়েছে ২০১৭ বন্যা ত্রাণের টাকা আত্মসাৎ-এর অভিযোগ ওঠে বরোই গ্ৰাম পঞ্চায়েতের বিরুদ্ধে |

ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে | সেই তদন্তে উঠে এসেছে এক ব্যাক্তির নামে একাধিক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করেছেন স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতের মহিলা সদস্যের স্বামী কুণালকান্তি দাস | বেশ কিছু দিন গা ঢাকা দিয়ে থাকার পরে বৃহস্পতিবার তিনি রাস্তায় বেরোতেই তাঁকে ঘিরে ধরে আটকে রেখে গণধোলাই শুরু হয়| পুলিশ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয় | গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা| পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ | তৃণমূল নেতা কুণালকান্তি দাসকে আটক করে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ | এদিকে এই ঘটনায় বিজেপি,তৃণমূল পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছে | পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *