তৃন্ময় বেরা, ঝাড়গ্রাম :- দুর্গাপুজোর আর কয়েকটা দিন বাকি| এর মধ্যেই শুক্রবার ভোরে মৃৎশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে | গোপীবল্লভপুরের তালবাগিচা এলাকায় গলায় গামছা লাগানো অবস্থায় এক মৃৎশিল্পীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা | স্থানীয়রা জানান গোপীবল্লভপুর এলাকাতেই ছোট ছেলের সঙ্গে থাকতেন মৃৎশিল্পী | মৃৎশিল্পীরা নাম রবীন্দ্রনাথ দাস(৬২), বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় | প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে গোপীবল্লভপুর মন্দিররোড এলাকায় প্রধান শিল্পী হিসেবে প্রতিমা তৈরীর কাজ করতেন তিনি | কেবলমাত্র দুর্গাপুজা নয় সারা বছরেই বিভিন্ন ঠাকুরের প্রতিমা তৈরি করতেন তিনি | ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপীবল্লভপুর থানার পুলিশ |এটা আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে পুলিশ | তবে সকলের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যা করেছেন তিনি |জানা গেছে, গোপীবল্লভপুর থানার সর্বজনীন দুর্গাপুজোর মন্ডপে প্রতিমা তৈরীর কাজ করছিলেন তিনি |গোপীবল্লভপুর এলাকার বেশ কয়েকটি দুর্গাপুজোর প্রতিমা তৈরি কাজ করছিলেন ওই মৃৎশিল্পী | হঠাৎ করে মৃৎশিল্পীর মৃত্যুতে চিন্তিত হয়ে পড়েছে পুজোর উদ্যোক্তারা| গোপীবল্লভপুর থানা সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তা বলেন, মৃৎশিল্পী মৃত্যুতে আমরা প্রচুর সমস্যা পড়েছি ঠাকুর তৈরীর মাত্র অর্ধেক কাজ হয়েছে এখনও বহু কাজ বাকি এই পরিস্থিতিতে মৃৎশিল্পী পাওয়া মুশকিল | কেননা সকলে বিভিন্ন জায়গায় কাজ করছে | আমাদের পুজো কমিটির পক্ষ থেকে একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে | কিভাবে প্রতিমার কাজ শেষ হবে এই বিষয়ে আলোচনা করা হবে সেই বৈঠকে |